এরকম বিশ্বব্যাপী মহামারী 💮পরিস্থিতিতে কখনও স্বাধীনতা দিবস পালন করেনি ভারত।এবার সেই নয়া চ্যালেঞ্জের মুখে♑ দাঁড়িয়ে আগামী ১৫ অগস্ট করোনাভাইরাস মহামারী থেকে দেশকে স্বাধীন করার সংকল্প নেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন : রাম 𝕴মন্দিরের ভূমি পূজনের দিন হনুমান চালিশা জপলে নির্মূল হবে করোনা : BJP সাংসদ প্রজ্ঞা ঠাকুর
রবিবার নিজের 🧔মাসিক রেডিয়ো অনুষ্ঠান ‘মন কি বাত’-এ মোদী দাবি করেন, বিশ্বের অনেক দেশের তুলনায় ভারতের করোনা পরিস্থিতি ঢের ভালো। কিন্তু এখনও মারাত্মক অবস্থায় আছে করোনা। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে জানান প্রধানমন্ত্রী। দেশবাসীকে মাস্ক পরা, সামাজিক দূরত্বের মতো যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলার আর্জিও জানান তিনি।
আরও পড়ুন : ফোনে জানা যাবে করোনা পরীক্ষার ফল𒁃, খরচ ৪০০ টাকা, নয়া ডিভাইস তৈরি IIT খড়্গপুরের
পর🌠ে ‘মন কি বাত’-এর শেষলগ্নে মোদী বলেন, ‘পরেরবার যখন আমি মন কি বাতে আসব, তার আগেই ১৫ অগস্ট আসবে। এবার ১৫ অগস্টও আলাদা পরিস্থিতিতে হবে। করোনা মহামারীর এই রক্তচক্ষুর মধ্যে হবে। আমাদের যুবপ্রজন্ম, সব দেশবাসীর প্রতি আমার অনুরোধ, স্বাধীনতা দিবসে 🃏মহামারী থেকে মুক্তি লাভের সংকল্প নিন।’
আরও পড়ুন : ভারতে একদিনে সুস্থ🙈 হলেন রেকর্ড সংখ্যক করোনা রোগী, সুস্থতার হার প্রায় ৬৪%
করোনা🐎 থেকে মুক্তিলাভের পাশাপাশি ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলা, কিছু শেখার ও শেখানোর এবং নিজের কর্তব্য পালনের সংকল্প নেওয়ার আর♊্জি জানান মোদী।