PM Kisan eKYC: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির জন্য কে-ওয়াইসি করেছেন? সেটা করার জন্য হাতে বেশিদিন পড়ে নেই। ওনাহলে একাদশ কিস্তির ২,০০০ টাকা পেলেও দ্বাদশ কিস্তির অর্থ পাবেন না। আগামী ৩১ মে'র মধ্যে সেই কাজটা করতে হবে।
পিএম কিষানের (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) অফিসিয়াল পোর্টালের তরফে বলা হয়েছে, 'পিএম কিষানে💦র (অর্থ পাওয়ার জন্য) নথিভুক্ত কৃষকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি করতে হবে। পিএম কিষানের পোর্টালে ওটিপি নির্ভর ই-কেওয়াইসি বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভিত্তিক ই-কেওয়াইসি করতে পারবেন। সমস্ত পিএম কিষান উপভোক্তাদের ই-কেওয়াসির সম𒁏য়সীমা বাড়িয়ে আগামী ৩১ মে করা হয়েছে।'
কীভাবে পিএম-কিষানের (PM-Kisan) পোর্টালের মাধ্যমে ই-কেওয়াইসি করতে হয়?
১) Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) তথা প্রধানমন্ত্রী কিষান স🌳ম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়েবসাইট www.pmkisan.gov.in-তে যান।
২)👍 স্ক্রিনের ডানদিকে Fa🍃rmers Corner-র অধীনে 'eKYC'-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে নি✃জের আধার কার্ডের নম্ব🐠র, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।
৫) আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্෴বর যুক্ত আছে, তা ল🥂িখে ফেলুন।
৬) সেই নম্বর𓄧꧂ে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন।
৭) ‘Submit’꧙-এ ক্লিক করুন। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ ⛄হয়ে যাবে।
আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন?
১) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ও😼য়েবসাইট pmkisan.gov.in-তে যেতে হয়।
২) ডানদিকের 'Farmers Corner'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক করুন। ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobile number’ বেছে নিন। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধꦰার কার্ডের নম্বর বা ﷺঅ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন।