আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির দশম কিস্তির টাকা চলে আসতে পারে। তবে ২,০০০ টাকা নাকি ৪,০০০ টাকা (কিস্তির টাকা দ্বিগুণ) অ্যাকাউন্টে ঢুকবে, সে বিষয়꧙ে কেন্🍌দ্রীয় সরকারের তরফে এখনও কিছু জানানো হয়েছে।
তবে যে কৃষকরা এখনও প্রধানমন্ত্রী কিষাඣন সম্মান নিধির জন্য এখনও নাম নথিভুক্ত করেননি, আগামী ৩১ অক্টোবরের আগে যদি নাম নথিভুক্ত করে ফেলেন, তাহলে তাঁরা ๊৪,০০০ টাকা পাবেন। এরকম কৃষকরা কমদিনের ব্যবধানের ৪,০০০ টাকা পাবেন। অর্থাত্ দুটি কিস্তির টাকা পাবেন তাঁরা। যে কৃষকরা ৩১ অক্টোবরের আগে নাম নথিভুক্ত করছেন, তাঁদের আবেদনপত্র গৃহীত হলে নভেম্বরে একটি কিস্তি বাবদ ২,০০০ টাকা মিলবে। আবার ডিসেম্বরে অ্যাকাউন্টে ২,০০০ টাকা ঢুকবে।
নাম নথিভুক্ত (রেজিস্ট্রেশন) করার জন্য কীꦍ কী লাগবে?
১) ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।
২) ব্যাঙ্ক অ্যꦛাকাউন্টেরꦯ সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ করা থাকতে হবে।
৩) আধার কার্ড থাকতে হবে। আধার কার্ড না থাকলে এই প্রকল্প🌱ের সুবিধা পাবেন না।
৪) pmkisan.gov.i😼n-তে গিয়ে নিজের নথিপতඣ্র আপলোড করতে হবে।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
১) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ওয়েবসাইট pmkisan.gov.in-তে য💜ান।
২) নয়া রেজিস্ট্রে𝓡শনের অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) নয়া পেজে নিজের আধার নম্বর দিন। তারপর একটি রেজিস্ট্রেশন পেজ🏅 খুলে যাবে▨।
৫) রেজিস্ট্রেশন ফর্মে আপনার ব্লক বা গ্রাম, জেলা, রাজ্যের নাম দিন। তাꦐছাড়া আপনার নাম, লিঙ্গ, ক্যাটেগরি, আধার কার্ড সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (সে🎃ই অ্যাকাউন্টেই টাকা জমা পড়বে), ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি (IFSC) কোড, জন্মতারিখের মতো তথ্য দিতে হবে। কত জমি আছে, সেই সংক্রান্ত তথ্যও দিতে হবে আপনাকে।
৬) সেই সমস্ত তথ্য দেওয়ার পর ‘Save’ করুন। রেজিস্টেশনে💛র জন্য ফর্ম সাবমিট করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : আপনার যদি কোনওরকম সমস্যা হয়, তাহলে কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির হেল্পলাইন নম্বর হল - 011-24𝓀300606।