এপ্রিল-জুলাইয়ের অষ্টম কিস্তির পিএম কিষাণ নিধির বিষয়ে শুক্রবার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৯.৫ কোটি কৃষকের জন্য ২০ হাজার ৬৬৭ কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী।আপনিও কি এই স্কিমের উপভোক্তা? কিন্তু এখনও কোনও SMS আসেনি অ্যাকাউন্টে টাকা ঢোকার? চিন্তা নেই, অনলাইনেই আপনার স্টেটাস চেক করা যাবে। তার পাশাপাশি রয়েছে একাধিক হেল্পলাইন।যে নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন:PM Kisan Toll Free Number: 18001155266PM Kisan Helpline Number: 155261PM Kisan Landline Numbers: 011—23381092, 23382401New helpline of PM Kisan: 011-24300606PM Kisan has another helpline: 0120-6025109Email ID: pmkisan-ict@gov.in কীভাবে আপনার টাকা ঢুকছে কিনা সেই স্টেটাস চেক করবেন?১. প্রথমেই PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। Google-এ PM Kisan লিখে সার্চ করলেই সাধারণত প্রথম সাজেশানেই সেই সাইট থাকে। নয় তো ব্রাউজার থেকে এই ম্যানুয়ালি টাইপ করতে পারেন, - //pmkisan.gov.in/২. ওয়েবসাইটের হোম পেজে ডান দিকে 'Farmers Corner' নামে একটি অপশন পাবেন।৩. সেখানে 'Beneficiary Status' অপশনে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলে যাবে।৪. নতুন পেজে বিভিন্ন নম্বরের মারফত স্টেটাস চেক করা যাবে। যেমন, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর।৫. আপনি যেটি দিয়ে সার্চ করতে চান সেটি সিলেক্ট করুন। এরপর নম্বরটি ভরুন।৬. এরপর Get Data -তে ক্লিক করলেই সমস্ত লেনদেনের রেকর্ড পেয়ে যাবেন।৭. অষ্টম কিস্তি সংক্রান্ত তথ্যাবলীও সেখানেই মিলবে। সেখানে আপনার টাকা আসার কোনও রেকর্ড না থাকলে যোগাযোগ করতে পারেন উপরের হেল্পলাইনগুলিতে।