প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) ১২.৫৩ কোটি উপভোক্তার জন্য সুখবর।চলতি মাসের শেষদ🌃িন পর্যন্ত নয়, আগামী ২২ মে পর্যন্ত ই-কেওয়াইসি আপডেট করতে পারবেন তাঁরা। এমনটাই জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমস’-র ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে।
আগামী পয়লা এপ্রিলের পর যে কোনও দিন ꧅কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan) একাদশ কিস্তির꧅ ২,০০০ টাকা টাকা পড়তে পারে। তবে ই-কেওয়াইসি সম্পূর্ণ না হলেও সেই কিস্তির টাকা আটকে যেতে পারে বলে ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে জানানো হয়েছে।
কীভাবে পিএম-কিষানের (PM-Kisan) ই-কেওয়াইসি করতে হবে?
১) Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) তথা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়ဣেবসাইট -তে যান।
২) স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে 'eKYC'ജ-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে ꦡনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।
💟৫) আপ﷽নার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, তা লিখে ফেলুন।
৬) সꦺেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট🙈 জায়গায় লিখে ফেলুন।
৭) ‘Submit’-এ ক্লিক করুন। ই-✱কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন?
১) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবস🌜াইট -তে যেতে হয়।
২) ডানদিকের 'Farmers Corner'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক করুন। ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobile number’ বেছে নিন। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধার কার্🦄ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন।
৩) তারপর ‘Get Data’-য় ক্লিক করুন।
৪) তারপরই আপনি জানতে পারবেন যে আপনার অ্🐠যাকাউন্টে একাদশ কিস্তির ২,০০০ টাকা জমা পড়েছে কিনা।