༺প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে এসেছেন জার্মান চ্যান্সেলার। এবার সেই জার্মান চ্যান্সেলার🐈ের কাছে ভারতীয় শিশু আরিহা শাহের প্রসঙ্গ তোলা হল ভারতের পক্ষ থেকে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী এনিয়ে গোটা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় কন্যা আরিহা জার্মানিতে ফস্টার কেয়ারে রয়েছে। তার বয়স তিন বছর। তাকে সামান্য শারীরিক নির্যাতন করা হয়েছিল এই অভিযোগে তাকে জার্মান সরকার ফস্টার কেয়ারে নিয়ে চলে যায়। তবে সূত্রের খবর, জার্মান চ্যান্সেলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আশ্বাস দিয়েছেন যে তিনি গোটা পরিস্থিতির ব্যাপারে খোঁজ নেবেন।
এদিকে আরিহাকে প্রায় ৩৬ মাস ধরে ফস্টার কেয়ারে রাখা হয়েছে। তার বাবা মা ভবেশ ও ধারা শাহ এনিয়ে মারাত্মক চিন্তায় রয়েছেন। তাঁরা মহারাষ্ট্রের থানেতে থাকেন। বার্লিনে থাকা ভারতীয় দূতাবাস গোটা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছে। এমনকী ভারতেไর বিদেশমন্ত্রীও গোটা বিষয়টি জার্মানির বিদেশমন্ত্রীকে জানিয়েছিলেন সাম্প্রতিক সফরকালে।&n⛄bsp;
বিদেশ সচিব জোরের সঙ্গে জানিয়েছেন, একজন ভারতীয় 𝔍শিশু সে একেবারে﷽ অন্য় পরিবেশে, অন্য সংস্কৃতিতে থাকছে এটা মানা যায় না।
আগের ঘটনাটি জেনে নিন
ভবেশ আসলে গুজরাটের বাসিন্দা। তিন♒ি পেশাগতভাবে সফটওয়ার ইঞ্জিনিয়ার। তিনি ২০১৮ সালের বার্লিনে থাকতেন। স্ত্রীও তাঁর সঙ্গে থাকতেন। ২০২১ সালে তাঁদের সন্তান হয়। তারই নাম আরিহা। এদিকে ১৭ সেপ্টেম্বর তার ডায়াপারে রক্ত দেখা গিয়েছে এটা দেখে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল। এরপর ২১ সেপ্টেম্বর তাকে ফের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে সেখানকার স্বাস্থ্য দফতর মনে করে শিশুটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে। এরপরই আরিহাকে তারা নিজেদের কাছে রেখে দেয়। নিরাপদ হেফাজতে। এদিকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পাবলিক প্রসিউকিউটার কেসটি বন্ধ করে দেন।
তবে পরবর্তীতে আদালত আরিহাকে জার্ম♏ান ইয়ুথ সার্ভিসের হেফাজতে🌃 পাঠানো হয়। শিশুর শরীরে আঘাত ছিল বলে দাবি করা হয়েছিল। তবে আরিহার অভিভাবকরা এই দাবি মানতে চাননি। তাদের দাবি, শিশুর ত্বকের সংক্রমণ হয়েছিল। তার জেরেই ওই ধরনের পরিস্থিতি হয়েছিল। এনিয়ে তাঁরা চিকিৎসকও দেখিয়েছিলেন।
সেই সঙ্গেই তাঁরা জানিয়েছিলেন, আরিহার ত্বকে সমস্যা রয়েছে। সেকারণেই তার গোপন অঙ্গে কিছুটা সমস𒅌্যা দেখা গিয়ে🐠ছিল। তাছাড়া তেল মাখাতে গিয়ে সে একবার পড়ে গিয়েছিল। টেবিলের উপর তার ঠোকা লেগেছিল। সেটা কোনওভাবেই মারধর করার জন্য নয়।