প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সরকারি বাসভবনে কয়েকদিন আগেই গণেশপুজোয় অংশ নিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তৈরি হয়েছে বিতর্ক। আর সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি বললেন, 'আমি গণেশপুজোয় গিয়েছিলাম বলে কংগ্রেস এবং তাদের ইকোসিস্টেম আমার সমালোচনা করেছে। তাদের এই মনোভাব ব্রিটিশ মানসিকতার প্রতিফলন। ব্রিটিশরা যেমন গণেশপুজো পছন্দ করত না এবং বিভাজনের রাজনীতি করত, কংগ্রেসও সেটাই করছে।' (আরও পড়ুন: ওমরের সঙ্গে জোট বেঁধে কাশ্মীরে লড🌼়ছে কংগ্রেস, তবে ৩৭০ ধারা নিয়ে 'নীরব' হাত শিবির)
আরও পড়ুন: জꦏুনিয়র ডাক্তারদের খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের সাথে তুলনা,বিস্ফোরক TMC সাংসদ
নরেন্দ্র মোদী বলেন, 'গণেশপুজো শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, এই উৎসব ভারতী স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্রিটিশরা যখন নিজেদের ক্ষমতার লোভএ দেশকে ভাগ করছিল, তখন এই ডিভাইড অ্যান্ড রুল নীতি তাদের হাতিয়া হয়ে উঠেছিল। সেই সময় লোকমণ্য তিলক ভারতের আত্মাকে জাগিয়ে তুলেছিলেন গণেশপুজোর মাধ্যমে। আজও যারা ক্ষমালোভী, তারা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় এবং সমাজকে ভাগ করতে চায়। তাই তাদের গণেশপুজো নিয়ে এত সমস্যা। তাই আমি গণেশপুজোয় গিয়েছিলাম বলে কংগ্রেস এবং তাদের ইকোসিস্টেম আমার সমালোচনা করেছে। এভাবে সমাজের মনে বিষ ঢেলে দেওয়ার বিষয়টি আমাদের দেশের জন্য খুবই বিপজ্জনক।' (আরও পড়ুন: থ্রেট কালচারে অভিযুক্তদের পক্ষে সওয়াল কুণালের! ♔আরজি কর নিয়ে বললেন মরাত্মক কথা)
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে তদন্ত নিয়ে CJI🌼-এর বড় নির্দেশ, তারপরই নির🃏্যাতিতার বাড়িতে CBI
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সরকারি বাসভবনে গণেশপুজোর আয়োজন করা হয়েছিল। সেই পুজোতে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ। আর সেই নিয়েই দিল্লির রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছিল চর্চা। প্রধান বিচারপতির বাড়িতে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেওয়ায়ও কংগ্রেস তোপ দেগেছে বিজেপিকে। আর তার জবাবে ২০০৯ সালের ইফতার পার্টির কথা মনে করায় গেরুয়া শিবির। সেই ইফতার পার্টিতে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আমন্ত্রণ জানিয়েছিলেন সেই সময়ের প্রধান বিচারপতি কেজি বালকৃষ্ণন। এদিকে উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত, প্রিয়ঙ্কা চতুর্বেদীরা অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণেই হয়ত প্রধানমন্ত্রী গণেশপুজোয় অংশ নিয়েছেন। এই ইস্যুতে কংগ্রেসের অভিযোগ ছিল, এতে প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ইফতার পার্টি তুলনা টানায় বিজেপিকে প𝓀ালটা জবাব দিয়ে কংগ্রেস বলেছে, ইফতার পার্টির মতো জনবহুল অনুষ্ঠানে দেখা করা, আর কারও বাড়িতে গিয়ে ব্যক্তিগত পরিসরে দেখা করাটা এক নয়। উল্লেখ্য, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন আসন্ন। এবং সেই রাজ্যেই গণেশপুজো সবথেরে বেশি ধুমধাম করে পালিত করা হয়। এদিকে প্রধান বিচারপতির বাড়িতে মোদীমারাঠি টুপি পরে গিয়েছিলেন পুজোয় অংশ নিতে।