অরাজনৈতিক পরিবার থেকে এক লক্ষ যুবককে মূলধারার রাজনীতিতে নিয়🐟ে আসার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী☂ নরেন্দ্র মোদী। রবিবার বারাণসীতে একাধিক প্রকল্পের উদ্বোধনের সময় বক্তৃতা দিতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বিরুদ্ধে স্বজন পোষণ, পরিবারতন্ত্র এবং তোষণের রাজনীতি করার অভিযোগ তোলেন।
আরও পড়ুন: দিল্লিতে ৫ হাজার কোটির মাদকচক্রে কংগ্রেস যোগ নিয়ে মহারাষ্ট্রে সরব হলে♋ন মোদী
এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের ১ লক্ষ যুবক যুবতীকে রাজনীতিতে নিয়ে আসবেন যাদের পরিবারের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, অর্থাৎ তারা পুরোপুরি অরাজনৈতিক পরিবার থেকে। তিনি বলেন, ‘আমি উত্তরপ্রদেশ এবং দেশের যুবকদের এই নতুন রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। কাশীর সাংসদ হিসাবে, আমি যতটা সম্ভব তরুণদের༺ এগিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রধানমন্ত্রী মোদী এদিন ৬,৭০০ কোটি টাকার ২৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্💖রস্তর স্থাপনের পর বারাণসীতে সিগরা স্টেডিয়ামে একটি সমাবেশে বক্তৃতা রাখেন। সেখানে তিনি বলেন, ‘দেশ আজ পরিবারতন্ত্র রাজনীতির বিরাট হুমকির সম্মুখীন হচ্ছে। স্বজনপোষণের রাজনীতি কখনও বাইরের কাউকে সুযোগ দেওয়ায় বিশ্বাস করে না। সেই কারণেই আমি 𒁃লাল কেল্লা থেকে আবেদন করেছিলাম যে আমি দেশের এমন এক লক্ষ যুবককে রাজনীতিতে আনব যাদের পরিবারের রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই।’
মোদী মনে করেন, অরাজনৈতিক পটভূমি থেকে যুবকরা রাজনীতিতে আসলে সেটা ভারতের রাজনীতিতে বিরাট পরিবর্তন আনবে। এটি দুর্নীতি এবং পারিবারতন্ত্র মানসিকতা নির্মূল করার অভিযান।’ তিনি বলেন, ‘আজকে দেশে উন্নয়নের ঢল নেমেছে। দেশের তরুণরা চাকরি পাচ্ছে। বারাণসীর বাবতপুর বিমানবন্দরে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সঙ্গে এখানকার মানুষের কর্🌟মসংস্থান বৃদ্ধি পাবে।’
এছাড়াও, উন্নয়ন প্রসঙ্গে মোদী তাঁর সরকারের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তাঁর সরকার তিনগুণ গতিতে সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন,🅰 ’আমার সরকারের তৃতীয় মেয়াদ মাত্র ১২৫ দিন পূর্ণ হয়েছে। এর মধ্যে ১৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজ হয়েছে।’
এদিনের জনসভা থেকে আগের কংগ্রেস সরকারকে নিশানা করেন মোদী। বারাণসীকে বঞ্চিত করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘কোন কারণে কাশীকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল? ১০ বছর আগে পর্যন্ত বারাণসী উন্নয়নের জন্য অপেক্ষা করেছে। যারা উত্তরপ্রদেশে দীর্ঘদিন সরকার চালায়, যে লোকেরা দীর্ঘদিন ধরে দিল্লিতে সরকারে ছিল, তারা কেন বারাণসীর উন্নয়নের কথা চিন্তা করেনি?’ তাই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি সরকারি এরজন্য কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে দায়ী করেন।