মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ব♉লেছেন, কংগ্রেস যুবকেদের মাদকের নেশার দিকে ঠেলে ♊দিতে চায়। আর সেই অর্থ দিয়ে নির্বাচন লড়তে চাইছে। শনিবার মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে এভাবেই কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মোদীর জন্য উপহার পাঠালেন নীরজের মা! ধন্যবাদ জানিয়ে চিঠি লিখলেন প🔜্রধানমন্ত্রী
আজ শনিবার সেখানে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেই জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদী। সম্প্রতি দিল্লিতে ৫ হাꦰজার কোটি টাকার বেশি মূল্যের কোকেন উদ্ধার হয়েছে। তাতে এক কংগ্রেস নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গ টেনেই মোদী বলেন, ‘দিল্লিতে হ👍াজার কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। এই মাদক চক্রের প্রধান অভিযুক্ত হলেন কংগ্রেস নেতা। আসলে কংগ্রেস যুবকদের মাদকের দিকে ঠেলে দিতে চায় এবং সেই অর্থকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জেতার জন্য ব্যবহার করতে চায়।’
কংগ্রেসকে আক্রমণের তেজ আরও বাড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস দেশকে ভাগ করতে চাইছে। প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে কংগ্রেস এমন লোকদের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে যারা ভারত সম্পর্কে মোটেও ভালো উদ্দেশ্য পোষণ করে না।’ কংগ্রেসের এই এজেন্ডাকে তিনি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদী দাবি করেছেন, কংগ্রেস শহুরে নকশালদের একটি দল দ্বারা চালিত হচ্ছে। এটা দেশের পক্ষে ‘বিপজ💮্জনক এজেন্ডা’ তিনি দাবি করেন। তাই কংগ্রেসকে পরাজিত করতে মানুষকে তাদের ব🍒িরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে বলেছেন।
নরেন্দ্র মোদীর কটাক্ষ, কংগ্রেসের চিন্তাভাবনা প্রথম থেকেই ব্রিট💎িশ শাসনের মতো। এই কংগ্রেস দলিত, অনগ্রসর ও𓃲 আদিবাসীদের নিজেদের সমান বলে মনে করে না। কংগ্রেস মনে করে ভারতকে শুধুমাত্র একটি পরিবারের মাধ্যমে শাসন করা উচিত।
এর পাশাপাশি জেলায় কৃষকদের উন্নয়নে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ওয়াশিমে প্রায় ২৩,০০০ কোটি টাকার কৃষি ও পশুপালন ক্ষেত্রে বেশ কয়েকটি উদ্যোগ চালু করেছেন। সমাবেশে তিনি সরকারের ‘লাড়কি বেহন যোজনা’- এর পাশাপাশি কিষাণ সম্মান নিধি সম্পর্কেও কথা বলেছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৮তম কিস্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এপ্রসঙ্গে মোদী বলেন, ‘ইত🐟িমধ্যেই ৯.৫ কোটি কৃষক আজ ২০ হাজার কোটি টাকা পেয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের কৃষকদের সুবিধার ওপর জোর দিয়ে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, ‘মহারাষ্ট্রের ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের কৃষকদের দ্বিগুণ সুবিধা প্রদান করেছে। রাজ্যের ৯♐০ লক্ষেরও বেশি কৃষককে ১৯০০ কোটি টাকা দেওয়া হয়েছে।’