Modi on India's Neighbours on Podcast: পাকিস্তানকে তোপ, তবে পূর্বের প্রতিবেশী নিয়ে মার্কিন পডকাস্টারকে কী বললেন মোদী?
Updated: 17 Mar 2025, 11:21 AM ISTএকদিকে পাকিস্তান, অপরদিকে চিন। পূর্ব ও পশ্চিম উভয় দিকেই দুই প্রতিকূল প্রতিবেশী ভারতের। এই আবহে পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ে তুলোধোনা করেন মোদী। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতায় অবশ্য পূর্বের প্রতিবেশী চিন নিয়ে কতকটা সুর নরম ছিল প্রধানমন্ত্রীর।
পরবর্তী ফটো গ্যালারি