অভিযোগ ছিল বেশ কিছুদিন ধরে 🌼হাসপাতালের এক নার্সিং কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার। হাসপাতালের এক মহিলা চিকিৎসককে তিনি হেনস্থা করছেন, বলে অভিযোগ। আর তাঁকে পাকড়াও করতেই সোজা ঋষিকেশের এইমসে ঢুকে পড়ল পুলিশের গাড়ি। এমন দৃশ্য ২৬ মিনিটের এক ভিডিয়ো ক্লিপে ধরা পড়েছে। এই দৃশ্য কোনও অ্যাকশন 🍒ফিল্মের 'সিন' এর চেয়ে কম কিছু নয়!
হাসপাতালের ইমার্জেন্সি൩ ওয়ার্ডের চারিদিকে রোগীদের বেড। বেডে শুয়ে রয়েছেন রোগীরা। সঙ্গে কর্মরত স্বাস্থ্যকর্মী সহ অনেকে। এমন মুহুর্তে হঠাৎ ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ল পুলিশের গাড়ি। ঘটনা দেখে অনেকেই হতচকিত। ততক্ষণে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গিয়েছে বহু রোগীকে। এমন সময় পুলিশের গাড়ি ঢুকে পড়ে সেখানে। তা দেখেই হুলুস্থুলু অবস্থা। হাসপাতালের নিরাপত্তারক্ষী সহ পুলিশ সকলকে সরিয়ে দিতে থাকে, আর গাড়ি এগিয়ে যায়। পুলিশের SUV যাতে নিরাপদে সেখান দিয়ে এগিয়ে যেতে পারে, তার জন্য রাস্তা করে দিতে থাকেন পুলিশ কর্মী ও হাসপাতাবের নিরাপত্তারক্ষীরা। ভিডিয়ো ক্লিপে দেখা যায়, ততক্ষণে গাড়ির মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী।
এদিকে, অভিযোগ ছিল, হাসপ♉াতালের এক নার্সিং অফিসার, হাসপাতালেরই এক মহিলা চিকিৎসককে হেনস্থা করেছেন অপারেশন থিয়েটারের মধ্যে। সেই নার্সিং স্টাফ অভিযুক্ত সতীশ কুমারকে হাসপাতাল সাসপেন্ড করেছে। অভিযোগ রয়েছে, কিছু আপত্তিকর এসএমএস তিনি ওই চিকিৎসককে পাঠাচ্ছিলেন। এই তথ্য জানিয়েছেন ঋষিকেশের পুলিশ অফিসার শঙ্কর বিষ্ট। গোটা ঘটনায় হাসপাতালের চিকিৎসকরা ক্ষুব্ধ হন। তাঁরা ওই নার্সিং স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ধরনায় চল❀ে যান। প্রতিবাদ বিক্ষোভ দেখা যায় হাসপাতালের বাইরে। তাঁরা দাবি জানান, অভিযুক্তকে হাসপাতাল থেকে ছাঁটাই করতে হবে। এরপর পুলিশের দ্বারস্থ হন হাসপাতালের চিকিৎসকরা।
( Jamai shasththi 2024: জামাইষ🧸ষ্ঠী ২০২৪ কত তারিখে পড়ছে? উদযাপনের রীতি, উপকরণের তালিকা রইল)
এরপর ময়দানে নামে পুলিশ। হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক চিকিৎসকদের বিক্ষোভ তখন চলছিল। সেই সময়ই গাড়ি নিয়ে সোজা ঋষিকেশের এইমসের ভিতরে ঢুকে যায় পুলিশ। পুলিশ সিদ্ধান্ত নেয়, গাড়ি নিচে হাসপাতালে ঢুকে সতীশকে গ্রেফতার করতে হবে। সেই মতোই সতীশ গ্রেফতার হন। আরও এক ওভিডিয়োতে দেখা যায়, পুলিশ অভিযুক্তকে নিয়ে গাড়িতে ঢোকার সময় পুলিশ কর্মীদের ঘিরে ধরেন বিক্ষোভরত চিকিৎসকরা। স্লোগান ততক্ষণে তুঙ্গে, দাবি সতীশকে ছাঁটাই করতে হবে। উল্লেখ্য, হাসপাতালে ইমার্জেন্সি পরিষেবা জারি রয়েছে, যদিও মঙ্গলবার থেকে সেখানে ধরনায় চিকিৎসকরা।