শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের পরামর্শ নিয়ে বাড়িতেই সন্তান প্রসব করলেন এক প্রসূতি। আর সন্তান প্রসবে তাকে সাহায্য করলেন তার স্বামী। এমনই ঘটনা ঘটেছে চেন꧟্নাইয়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এভাবে সন্তান প্রসജব করায় দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে স্বাস্থ্য বিভাগ। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে মা ও শিশুকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে বলেও স্থানীয় স্বাস্থ্য অধিকারিক জানিয়েছেন।
আরও পড়ুন: কলকাতায় প্রসূতি মৃত্যু সবচেয💫়ে বেশি, কারণ খুঁজতে বিশেষ কমিটি স্বাস্থ্য দফতরের
জানা গিয়েছে, প্রসূতির নাম সুকন্যা এবং তার স্বামীর নাম হল মনোহর। তারা চেন্নাইয়ের একটি ভাড়া বাড়িতে থাকেন। এই দম্পতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। সেটির নাম হল ‘হোম বার্থ এক্সপেরিয়েন্স’। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই গ্রুপে এক হা📖জারেরও বেশি সদস্য রয়েছে। মূলত বাড়িতে কীভাবে সন্তান প্রসব করা যায় তাই নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এই গ্রুপটি। এই গ্রুপের সাহায্য নিয়ে মহিলা তার তৃতীয় সন্তান প্রসব করেন বাড়িতেই। তাদের ইতিমধ্যেই দুটি কন্যা রয়েছে, যাদের মধ্যে একটির বয়স আট এবং অন্যটির বয়স চার বছর। দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গর্ভধারণের পর থেকেই মহিলা চিকিৎসকের কাছে যাননি𝐆। কোনও পরীক্ষাও করাননি।
গ💜ত ১৭ নভেম্বর সুকন্যার প্রসব বেদনা শুরু হඣয়েছিল। তখন দম্পতি হাসপাতালে যাওয়ার পরিবর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নির্দেশ এবং পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মনোহরন নিজেই সন্তানের প্রসব করিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। শিশুর জন্মের পর ওই এলাকার জনস্বাস্থ্য আধিকারিক কুন্দ্রথুর থানায় ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, যে দম্পতির পদক্ষেপ নির্ধারিত চিকিৎসা নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে।