টু হুইলার বাইক নয়, ফোর হুইলার গাড়ি চালাচ্ছিলেন চালক। অথচ হেলমেট না পরার জন্য চালককে জরিমানা করল ট্রাফিক পুলিশ। ঘটনাটি অবাক লাগলেও এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশে। শুধু তাই নয়, যে জায়গায় জরিমানার কথা বলা হচ্ছে গাড়ি নিয়ে চালক সেই এলাকাতেই কোনওদিন যাননি বলে দাবি করেছেন। সাধারণত ট্রাফিক আইন অনুযায়ী, বাইক চা𝐆লানোর সময় মাথায় হেলমেট পরা বাধ্যতামূলক। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে সেরকম কোনও নিয়ম নেই। তা সত্ত্বেও উত্তর প্রদেশের তুষার সাক্সেনা নামে এক সাংবাদিককে জরিমানা করেছে নয়ডা ট্রাফিক পুলিশ। তা জানার পরে কার্যত অবাক হয়ে গিয়েছেন হয়ে সাংবাদিক।
আরও পড়ুন: নাকা তল্লাশি এড়াতে পরপর সিগন্যাল ভাঙল গাড়ি, উঠে গেল ফুটপাথে, পুলিশ সহ জখম 🐈৫
🐻সাংবাদিক জানিয়েছেন, গত বছরের মার্চ মাসে তিনি গাড়ি কিনেছিলেন। হেলমেট না পরার জন্য নয়ডা পুলিশ তাঁকে ১০০০ টাকা জরিমানা করেছে। ৯ মাসেরও বেশি আগে তুষার রামপুর থেকে ১৮৮ কিলোমিটার দূরে গৌতম বুদ্ধ নগর জেলায় নয়ডা পুলিশের কাছ থেকে ১০০০ টাকার জরিমানার চালান পেয়েছিলেন। প্রাথমিকভাবে, তিনি এটিকে একটি ভুল ভেবেছিলেন এবং এড়িয়ে গিয়েছিলেন। সাংবাদিক বলে﷽ন, ‘আমি কখনই ওই এলাকায় আমার গাড়ি নিয়ে যায়নি। তাছাড়া, গাড়ির ভিতরে হেলমেট পরার কোনও নিয়ম নেই। আর যদি সেই নিয়ম থাকে তাহলে আমাকে লিখিতভাবে সেটা জানাতে হবে।’
পুলিশের তরফে তাঁকে সতর্ক করা হয়েছে, টাকা দিতে ব্যর্থ হলে তাকে আদালতে হাজির হতে হবে। র🍌ামপুর-ভিত্তিক একটি টিভি চ্যানেলের ওই সাংবাদিকের আশা &n𝄹bsp;নয়ডা পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা বাতিল করবে।