শিউরে ওঠার মতো ঘটনা ঝা𒅌ড়খণ্ডে। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় তল্লাশি চালাতে এসে চার দিনের বয়সি এক শিশুকে খুন করার অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন। তবে গোটা﷽ ঘটনাটা শুনলে হতবাক হয়ে যাবেন।
সূত্রের খবর, স্থানীয় গ্রামে তল্লাশিতে গিয়েছিল পুলিশের টিম। এক অভিযুক্তকে খুঁজতে গ্রামে পুলিশ যায়। আসলে ওই শিশুর দাদুকে খুঁজছিল প🙈ুলিশ। ওই বাড়ির একটি ঘরে খাটের উপর শুয়েছিল ছোট্ট শিশু। আচমকাই তল্লাশি চালানোর সময় ওই শিশুটির উপর পা দিয়ে ফেলেন এক পুলিশকর্মী। এমনই অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, দেওরি থানার ইন চার্জ সঙ্গম পাঠকের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চলছিল। অভিযুক্ত▨ ভূষণ পাণ্ডের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল। তার জেরেই তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এদিকে পুলিশ আসছে দেখে বাড়ির অন্যান্য সদস্যরা 🍸পালিয়ে যায়। বাড়িতে একলা শিশু শুয়েছিল।
ওই মৃত শিশুর মা নাহা দেবী জানিয়েছেন, পুলিশ বাড়িতে ঢুকে একেবারে তন্নতন্ন করে খুঁজছিল। কিন্তু কাউকেই পায়নি তারা। সেই সময় বাচ্চাটি ঘরেই ঘুমিয়ে ছিল। পরে পুলিশ চলে গেলে বাড়ির লোকজন ঘরে ফিরে আসেন। তার♕া এসে দেখেন বাচ্চাটি মৃত অবস্থায় পড়ে রয়েছ꧅ে।
এদিকে মৃত শিশুর মা সহ পরিবারের সদস্য🧔দের অভিযোগ, শিশুটিকে পা দিয়ে মাড়িয়ে দিয়েছিল পুলিশ। ত🦋ার জেরেই তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত ভূষণও এনিয়ে অভিযোগ তুলেছেন।
এদিকে ঘটনা নিয়ে ঝাড়খণ্ড জুড়ে হইচই পড়ে গিয়েছেﷺ। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে। ডেপুটဣি সুপারিন্টেডেন্ট অফ পুলিশ সঞ্জয় রানা জানিয়েছেন, দেহটি ময়না তদন্তের জন্য় পাঠানো হয়েছে। কীভাবে ওই শিশুটির মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বন্যা গুপ্তা। তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনাকে মানা যায় না। অভিযুক্ত কেউ থাকলে কড়া পদক্ষেপ নিতে হবে। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, দেশের কিছু নিয়ম কানুন রয়েছে। পুলিশ আধিকারিকরা কোনও ভুল করে থাকলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। 🗹;
স্থানীয়দের দাবি, খাটের উপর শুয়েছিল শিশুটি। পুলিশ কর্মীরা তল্লাশির সময় খাটের উপর উঠে পড়েছিল📖 বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে প্ꦇরশ্ন উঠছে। কেন তারা সতর্ক হননি সেই প্রশ্ন উঠছে।