স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং আইনস্টাইনের সঙ্গে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব 𒀰দেবের তুলনা করে বিতর্কে জড়ালেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। গতকাল ভোলা জেলায় একটি সরকারি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এভাবেই বিপ্লব দেবের প্রশংসা করেন। বিপ্লব দেব যে কতটা কাজ করেছেন তা বোঝাতে তিনি বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব স্বপ্ন দেখাতে পেরেছিলেন। আর কোনও মুখ্যমন্ত্রী তা পারেননি। শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক দলের নেতারা।
ঠিক কী বলেছিলেন রতনলাল নাথ?
তিনি বলেন, ‘কেউ আমাদের স্বপ্ন দেখায়নি। একজন আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি হলেন বিপ্লব দেব। এমন পৃথিবীতে কিছু কিছু মানুষের জন্ম হয়। যেমন আমাদের পৃথিবীতে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আইনস্টাইন। আর আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছেন বিপ্লব দেব।’ এ বিষয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। দলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘তিনি নিজের মতো করে বলতেই পারেন। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে যে এটা তোষামোদি ছাড়া আর কিছু নয়। বিজেপি প্রচার ভালোবাসে। একদিকে ত্রিপুরা বন্যার জলে ভাসছে সেদিকে সরকারের কোনও নজর নেই,༺ আর এদিকে বিজেপি ত্রিপুরাবাসীকে প্রচারে ভাসতে চাইছে। এটি অত্যন্ত 🐷নিম্নমানের রাজনীতি। আমরা এর নিন্দা কর♒ি।’
সিপিএম নেতা সুজন চক্রবর্তী চাঁচাছোলা ভাষায় ত্রিপ❀ুরার শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন। তিনি𒉰 বলেন, ‘সর্বকালের রেকর্ড! ত্রিপুরা বুঝিয়ে দিল পশ্চিমবাংলার চেয়ে আরও বেশি অপদার্থতা রয়েছে ত্রিপুরাতে। কোনও কাণ্ড জ্ঞান নেই। অপদার্থ, নির্বোধ, মাথা খারাপ। যারা পাগল তারাও এই সব শুনে লজ্জা পাবে। অপদার্থার সীমা থাকা উচিত।’