একজন পপ গায়িকা। আর তাঁর জন্যই নাকি একটি গোটা দেশের অর্থনীতি কেঁপে গেল। এমনও হয়? সুইডেনের অর্থনীতিবিদ, বিশেষজ্ঞরা অন্তত তাই বলছেন। তাঁদের দাবি, প্রখ্যাত গায়িতা বেয়ন্সে সম্প্রতি সুইডেনে এসেছিলেন, আর সেই কারণেই সেদেশে মে মাসে হঠাত্ই বেড়ে গিয়েছে মূল্যবৃদ্ধির সূচক। কিন্তু কেন? আরও পড়ুন: ক্রমেই ঘনিয়ে আসছে কালো মেঘ, বৃষ💞্টির জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে কলকাতাকে
এর আগে আপনাকে বেয়ন্সের জনপ্রিয়তা বুঝতে হবে
মার্কিন পপ তারকা বেয়ন্সে কোনও উঠতি গায়িকা নন। বহু বছর ধরেই তাঁকে প্রাশ্চাত্য সঙ্গীতের রাণীর স্থান দেওয়া হয়েছে। তিনি দুর্দান্ত নৃত্যশিল্পীও বটে। গ্রামিজয়ী তারকার স্টেজ পারফরম্যান্স দেখার জন্য অনুরাগীরা চড়া দামে কনসার্টের টিকিট কাটেন। এমনকি এর জন্য অন্য দেশে🍸 পর্যন্ত পাড়ি দেন। এতটাই 𝓀জনপ্রিয়তা বেয়ন্সের। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের অন্যতম ধনী শিল্পীও বটে।
কিন্তু তাঁর সঙ্গে সুইডেনের মূল্যবৃদ্ধির কী সম্পর্ক?
গত মে মাসে সুইডেনে সামগ্রিক মূল্যস্ফীতির সূচক ৯.৭%-এ দাঁড়িয়েছে। এটি এর আগের মাসের তুলনায় কম। কিন্তু এই মূল্যবৃদ্ধি হ্রাসের জন্যই অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল সেদেশের সরকারকে। বিদ্যুত্ এবং খাবারের দাম কমানো হয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টায় জল ঢেলে গিয়েছে বেয়ন্সের একটি কনসার্ট🔯। কীভাবে?
আসলে বেয়ন্সের এই কনꦉসার্ট উপলক্ষে হঠাত্ই সুইডেনে আসার হিড়িক বেড়ে যায়। বিদেশ তথা দেশের অভ্যন্তরেই সকলে কনসার্ট প্রাঙ্গনের কাছাকাছি হোটেল বুকিং শুরু করে দেন। এর ফলে এক লাফে হোটেলগুলির চাহিদা বেড়ে যায়। পাল্লা দিয়ে বাড়ে রুম ভাড়া। একইভাবে সুযোগের সদ্ব্যবহার করে রেস্তোরাঁগুলিও। তারাও খাবার꧒ের দাম বাড়িয়ে দেয়।
এদিকে মুদ্রাস্ফীতির সামগ্রিক হিসাবের সময়ে সেই হোটেল-রেস্তোরাঁর দামও ধরা হয়। সেই🐟꧋ কারণেই অন্য পণ্য-পরিষেবার দাম কমলেও এগুলির কারণে দাম বেড়ে যায়।
তবে এতে যেন বেজায় খুশি বেয়ন্সে ভক্তরা। তাঁরা বলছেন, এর থেকেই প্রমাণ পায়, বেয়ন্সে ঠিক কতটা বড় ও জনপ্রিয় শিল্পী। তাঁর কোনও দেশে পদার্পণই সেই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। অনেকে এটি 'বেয়ন্সে এফেক্ট' বলেও উল্লেখ করছেন। আরও পড়ুন: Edibleꦛ Oil Price Cut: দা▨ম কমবে সূর্যমুখী, সয়াবিন তেলের! বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের
এই খবরট♈ি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক