অবসর জীবনে মাসে মাসে সুনিশ্চিত পেনশন পেলে অনেকটাই সুবিধা হয়। বিভিন্ন স্কিমে টাকা সঠিকভাবে বিনিয়োগ করে এটি পাওয়া সম্ভব। আজকের প্রতিবেদন অবসরপ্রাপ্তদের জন্য এমনই একটি লাভজনক বিনিয়োগের অপশনের কথা আলোচনা করা হবে।প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা (Pradhan Mantri Vaya Vandana Yojana):কেবলমাত্র ষাটোর্ধ্বরাই এই যোজনায় বিনিয়োগ করতে পারবেন। এটি LIC-র মাধ্যমে বিক্রি হওয়া একটি সরকারি স্কিম।এই স্কিমে টাকা বিনিয়োগের পর প্রতি মাসে. ত্রৈমাসিকে, ৬ মাস অন্তর বা প্রতি বছর হিসাবে অ্যাকাউন্টে ঢুকবে পেনশনের টাকা।সুদের হার ৭.৪%- সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমের মতোই।মেয়াদ :প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনার মেয়াদ ১০ বছর।বিনিয়োগ ও লাভ :প্রতিমাসে পেনশনের আকারে কতটা সুদ পাবেন, তা নির্ভর করছে শুরুতে কত টাকা বিনিয়োগ করছেন তার উপর। তার উপর ভিত্তি করেই মাসে ১,০০০ টাকা থেকে ৯,২৫০ টাকা পর্যন্ত পেনশন মিলবে।উদাহরণ হিসাবে, ১,৬২,১৬২ টাকা রাখলে মাসে ১,০০০ টাকা করে পাবেন। অর্থাত্ এটিই নূন্যতম অ্যামাউন্ট।অন্যদিকে এককালীন ১৫ লাখ টাকা সর্বাধিক জমা রাখতে পারবেন। এতে মাসে ৯,২৫০ টাকা করে পাবেন।সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমের থেকে ভাল?সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে মেয়াদ কম। তাই এতেই বেশিরভাগ ব্যক্তি বিনিয়োগ করে থাকেন। কিন্তু এককালীন অনেকটা টাকা বিনিয়োগ করতে চাইলে প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা ভাল অপশন।