পঞ্জাবের নির্বাচনী লড়াই ক্রমে জমে উঠেছে। বহুমুখী এই নির্বাচনে কোনও পক্ষই একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই আবহে অমৃতসর পূর্ব আসনটি দেখতে চলেছে পঞ্জাব রাজনীতির দুই হেভিওয়েটের লড়াই। এই কেন্দ্র থেকে এর আগেই কংগ্রেস নভজ্যোত সিং সিধুকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। আর এবার সুখবীর সিং বাদল অকালিদের পক্ষ থেকে বিক্রম সিং মাজিথিয়াকে এই কেন্দ্র থেকে প্রার্থী করার কথা ঘোষণা করলেন। উল্লেখ্য, অকালি নেতা তথা প্রাক্তন পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী মাজিথিয়ার অন্যতম বড় সমালোচক হলেন সিধু। সেই সিধু আর মাজিথিয়া এবার ভোটের ময়দানে সামনা সামনি হওয়ায় জমে উঠেছে অমৃতসর দখলের লড়াই।সুখবীর সিং বাদল অমৃতসর পূর্ব থেকে মাজিথিয়াকে প্রার্থী করার ঘোষণা করেই সিধুর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘এটাই সিধুর শেষ নির্বাচনী লড়াই হবে। তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে এই ভোটেই।’ উল্লেখ্য, অমৃতসর আসনটি সিধু দম্পতির গড় হিসেবেই পরিচিত। এদিকে মাজিথিয়া এর আগে অমৃতসরের গ্রামীণ এলাকা মাজিথা থেকে লড়তেন। সেই আশন থেকে টানা তিনবারের বিধায়ক তিনি। তবে সিধুকে চ্যালেঞ্জ জানাতেই মাজিথিয়ার এই আসন বদল।প্রসঙ্গত, এককালে নভজ্যোত সিং ও মাজিথিয়ার মধ্যে খুবই ঘনিষ্ঠতা ছিল। সেই সময় সিধু ছিলেন বিজেপিতে এবং পঞ্জাবের সরকারে ছিল অকালি। সিধুর স্ত্রী নভজ্যোত কউর সেই সময় অমৃতসর পূর্ব থেকে বিধায়ক ছিলেন। তবে সিধু দলবদল করে কংগ্রেসে যাওয়ার পর থেকেই দুই বন্ধুর সম্পর্কের অবনতি ঘটেছে। একে অপরকে বারংবার বিঁধেছেন পুরোনো দুই বন্ধু। বিধানসভাতে দাঁড়িয়েও একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিধু ও মাজিথিয়া। মাজিথিয়ার বিরুদ্ধে মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ এনে প্রচারও চালিয়েছেন সিধু। এহেন মাজিথিয়া ওরফে ‘জেনারেল অফ মাঝা’ (অকালি মাজিথিয়াতে মাঝা এলাকার জেনারেল অবিহিত করে) এবার নিজের পুরোনো বন্ধু সিধুর বিরুদ্ধে ভোটে লড়বেন। যা নিয়ে সরগরম পঞ্জাবের রাজনীতি।