রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার জানিয়ে দিলেন ,আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার চুক্তি তাঁরা বিরত থাকছেন। তবে এই চুক্তি থেকে একেবারে বেরিয়ে আসার কথা তিনি জানাননি। প🌃ুতিন বেশ জোরের সঙ্গে জানিয়েছেন, রাশিয়া চুক্তি প্রত্য়াহার করে নিচ্ছে না।তবে আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে রাশিয়া কৌশলগত অস্ত্র চুক্তিতে অংশগ্রহণ থেকে বিরত থাকবে। পুতিন এনিয়ে রাশিয়ার পার্লামেন্টে আইনপ্রণেতাদের সামনে একথা জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের একবছরের মধ্য়ে তিনি একথা জানালেন।
এর সঙ্গেই পুতিন জানিয়েছেন, রাশিয়ার নিউক্লিয়ার 𝕴এনার্জি কোম্পানি রাসোটম নিউক্লিয়ার অস্ত্র সম্পর্কিত পরীক্ষাটিকে নিশ্চিত করবে। তিনি জানিয়েছেন, তবে এটা ঠিক যে আমরাই প্রথম এটা করছি এমনটা নয়। তবে আমেরিকা যদি এর পরীক্ষা করে তবে আমরাও করব। কেউ কোনও ভয়াবহ মায়াজালের মধ্যে থাকতে পারে না। এবার গোটা বিষয়টি একটু খোলসা করা যাক।
এই নতুন START চুক্তি ২০১০সালে প্যারাগুয়েতে স♏ই করা হয়েছিল। পরবর্তী বছর থেকে এটা কার্য়করী হয়। ܫ২০২১ সালে এটি আরও ৫ বছর ধরে সম্প্রসারন করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন চেয়ারে বসার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
মূলত আণবিক অস্ত্র ও স্থল ও সাবমেরিন মিসাইলের প্রয়োগের লাগাম টানা নিয়ে 🥂মার্কিন ও রাশিয়ার মধ্যে এই চুক্তি করা হয়ে꧅ছিল। তবে বিশেষজ্ঞদেরღ মতে, রাশিয়ার হাতে মোটামুটি সবথেকে বে👍শি আণবিক অস্ত্র প্রায় ৬০০০ যুদ্ধাস্ত্র রয়েছে।