ইউক্রেনে তাঁর পাঠানো রুশ সেনাবাহিনীর ২০ হাজার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইউক্রেনের বুকে রুশ আগ্রাসন নিয়ে বিশ্ব জুড়ে ভ্লাদিমির পুতিনের সমালোচ♑না যেমন হয়েছে, তেমনই তাঁর নিজের দেশের অনেকেই এই যুদ্ধে খুশি নন। তবে পুতিনের গদি টলানোর ক্ষমতা রাশিয়ায় এখন কারোর নেই। এহেন দোর্দণ্ডপ্রতাপ রাষ্ট্রনেতাভ্লাদিমির পুতিন এখন কেমন আছেন? কোথায় আছেন তিনি? এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে রাশিয়া জুড়ে।
রাশিয়ায় কোথাও গুঞ্জন রয়েছে তিনি সাইবেরিয়ার হরিণের শিংয়ের রক্তে স্নান করেন, কেউ বলছেন পুতিন এখন চিকিৎসার জন্য অন্য কোথাও রয়েছেন। এই সমস্ত গুঞ্জনের সত্যতা যাচাইয়ের কোনও বিশেষ উপায় নেই। তবে, অক্টোবরে ৭০ বছরে পা দিতে চলা ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য একাধিক প্রশ্ন তুলছে রাশি✤য়ার বুকে। গত দুই দশকে তাঁর শরীর স্বাস্থ্য সম্পর্কে সেভাবে খবর আসেনি। তবে এবার তা রুশ প্রশাসনের উদ্বেগের কারণ হয়েছে বলে খবর। জানা গিয়েছে পুতিনের স্বাস্থ্য নিয়ে এপ্রিল নাগাদ যে তথ্য এসেছিল তাতে জানা গিয়েছে, সোচিতে একটি রিসর্টে পুতিনের সফর ও তাঁর সঙ্গে প্রচুর সং��খ্যক চিকিৎসকের আনাগোনা নিঃসন্দেহে একটি বড় ইস্যু। চিকিৎসক দলের মধ্যে ছিলেন থাইরয়েড ক্যানসার বিশেষজ্ঞও। ফলে সেই জায়গা থেকেই একাধিক প্রশ্ন উঠছে।
গুঞ্জন রয়েছে, পুতিন যে সাইেবেরিয়ার হরিণের রক্তে স্নান করেন তা তাঁর শরীরকে কোনও বড় রোগ থেকে মুক্তি দিতেই। শোনা যায়, পুতিনকে এই পরামর্শ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়েছেন, যিনি নিজে সাইবেরিয়ায় ভূমিপুত্র। আইএএস অফিসার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা যশবন্ত সিনহা এবার 'রাইসিনা'র লড়াইয়⭕ে