লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে প্রায়ই ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতারা। এবার রাহুলকে পাপ্পু বলা নিয়ে পালটা জবাব দিলেন বিতর্কিত কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। মার্কিন মুলুকে টেক্সাসে প্রবাসী ভারতীয়দের সম্বোধন করে পিত্রোদা বলেন, ‘রাহুল গান্ধী একজন উচ্চ শিꦉক্ষিত কৌশলবিদ, পাপ্পু ননꦑ।’
আরও পড়ুন: রাজীবের থেকেও বেশি বুদ্ধিমান♛ রাহুল, সার্টিফিকেট দ♉িলেন স্যাম পিত্রোদা
ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে আমেরিকায় পাড়ি দিয়েছেন রাহুল গান🌄্ধী। তিনদিনের জন্য আমেরিকা সফরে গিয়েছেন তিনি। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। ছিলেন স্যাম পিত্রোদা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করে দলের পদ খুইয়েছিলেন তিনি। তবে নির্বাচন শেষ হতেই পুরনো পদ ফিরে পান। টেক্সাসে তিনি রাহুলের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে বিজেপি যা প্রচার করে তার উল্টোꦆদিকে রাহুল গান্ধীর আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি পাপ্পু নন। তিনি একজন উচ্চ শিক্ষিত। যে কোনও বিষয়ে গভীর চিন্তাভাবনা করেন। একজন কৌশলবিদ এবং কখনও কখনও তাঁকে বোঝা খুব সহজ নয়।’
ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা আরও বলেন, ‘পঞ্চাশের দশকের গোড়ার দিকে স্কুলে যাওয়ার সময় গান্ধীবাদী চিন্তাধারাই ছিল আমাদের শিক্ষার মূল। কিন্তু, এখন যেভা♔বে আমি আমাদের সমাজে পরিবর্তন দেখি, যা আমাদের মূল নীতিগুলিকে আক্রমণ করে তখন আমি খুবই চিন্তিত হয়ে উঠি। তাই আমাদের উচিত জাতি, ধর্ম, ভাষা বা রাষ্ট্র নির্বিশেষে সকলকে সম্মান করা।’ সকলের জᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚন্য সমান সুযোগ তৈরি, শ্রমকে সম্মান এবং এই বিষয়গুলি নিয়ে রাহুল গান্ধী সমর্থন করার আহ্বান জানান তিনি। পিত্রোদা দাবি করেছেন, রাহুল গান্ধীর ভিন্ন এজেন্ডা রয়েছে। অনেকে কিছু সমস্যা আছে যেগুলি দীর্ঘদিন ধরে সমাধান হয়নি সেগুলি সমাধানের চেষ্টা করছেন।
সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। তিনি আরএসএসকে তীব্র নিশানা করে বলেন, ‘আরএসএস বিশ্বাস করে যে ভারত একটি ধারণা এবং আমরা বিশ্বাস করি যে ভারত হল ধারণার বহুত্ব। আমরা বিশ্বাস করি যে প্রত্যেককে অং𒈔শগ্রহণ করার, স্বপ্ন দেখার সমান সুযোগ রয়েছে।’