সম্প্রতি রাহুল গান্ধীর একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি নিয়ে এখন তোলপাড় দিল্লির রাজনৈতিক মহল। সম্প্রতি এক সাংবাদিক খবর সম্প্রচার করে দাবি করেছিলেন যে সাংসদপদ বাতিল হওয়ার পর এক ইতালিয়ান রেস্তোঁরায় গিয়ে সময় কাটিয়েছিলেন রাহুল গান্ধী। এরপর কংগ্রেসের তরফে সেই সাংবাদিককে আক্রমণ শানানো হয়। এরপরই সেই সাংবাদিক রেস্তোঁরায় বসে থাকা রাহুল গান্ধীর ছবি টুইট করেন। এই নিয়ে এবার কংগ্রেসকে খোঁচা বিজেপির। (আরও পড়ুন: 'মার যাবে' বিপুর অঙ্কের ঋণ?🀅 আদানি নিয়ে বড় 🌞আপডেট দিল SBI)
বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে কংগ্রেসের উদ্দেশে লেখেন, 'রাহুল গান্ধীর এই ছবি (৭ এপ্রিল, ইতালিয়ান কালচারাল সেন্টারে তোলা ছবি) পাবলিক ডোমেইনে আসার পর কংগ্রেস এত অস্বস্তিতে কেন? কারণ সযত্নে রাহুল গান্ধীর যে তপস্বী ভাবমূর্তি তৈরি করা হচ্ছে, তা নষ্ট হয়ে যাচ্ছে?' তবে অমিতের এই খোঁচা ভালো ভাবে নেননি কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। অমিতকে ইতালিয়ান কালচারাল সেন্টারে গিয়ে খাবার খাওয়ার আহ্বান জানান সুপ্রিয়া। (আরও পড়ুন: প্রোজেক্ট টাইগার🐟ের অর্ধশতবর্ষে ক্যামোফ্লাজ টি-শার্ট পরে সাফারি মোদীর, ভাইরাল ছবি)
সুপ্রিয়া শ্রীনাতে টুইট বার্তায় লেখেন, 'আপনার দুঃখজনক জীবন থেকে বিরতি নিন এবং সেখানে গিয়ে একদিন খেয়ে আসুন।' সুপ্রিয়া অমিত মালব্যকে 'ভুয়ো খবরের কারবারি' বলে আখ্যা দেন। তাঁর কথায়, 'আরে ভুয়ো খবরের কারবারি, ইতালিয়ান সেন্টারে খুব ভালো খাবার পাওয়া যায়। আপনার দুঃখজনক জীবন থেকে বিরতি নিন এবং সেখানে গিয়ে একদিন খেয়ে আসুন। স্বাভাবিক ভাবে জীবন যাপনের চেষ্টা করুন ꦰকখনও। হেরো কোথাকার।'
আরও পড়ুন: শীঘ্রই চালু হবে𒆙 'মিনি বন্দে ভারত', তারপর কোন কোন রুটে ছুটবে 'লম্বা বন্দে ভারত'?
উল্লেখ্য, মোদী পদবী নিয়ে ২০১৯ সালে কর্ণাটকের এক জনসভা থেকে আপত্তিকর মন্তব্য করেছি⛄লেন রাহুল গান্ধী। এই আবহে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। তাঁর দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং ২ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনায়। পাশাপাশি ১৫ হাজার টাকার জরিমানাও করে। ভারতীয় দণ্ডবিধির ৫০০ নং ধারা অনুযায়ী এই রায় শোনানো হয়। এর জেরে কংগ্রেস নেতার সাংসদপদও খারিজ হয়েছে।