গত ডিসেম্বর মাস থেকে এক রহস্যজনক অসুস্থতার শি🌜কার হয়েছেন জম্মু ও কাশ্মীরের রজৌরির বাধাল গ্রামের বহু মানুষ। সেখানে সেই অসুস্থতার জেরে ১৬ জনের মৃত্যুর কারণ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে এবার আশার আলো দেখছে বাধাল গ্রাম। সেখানে অজানা রোগ ১৬ প্রাণ কাড়ার পর এবার ৪ জনে🦄র সুস্থ হয়ে ওঠার খবর উঠে আসছে।
জানা গিয়েছে, এক ২৫ বছরের পুরুষ ও ৩ মহিলার সুস্থ হওয়ার খবর উঠে আসছে। এই তিন মহিলা সম্পর্কে বোন হন। গত ৭ ডিসেম্বর থেকে রজৌরির ওঅ গ্রাম যেভাবে পর পর ১৬ জনের মৃত্যু দেখেছে, এবং তার কারণ ঘিরে ধোঁয়াশা আরও উদ্বেগ তৈরি করেছে, সেই জায়গা থেকে এবার এই ৪ জনের সুস্থতার খবর বেশ তাৎপর্যবাহী। তবে এমন অসুস্থতার খুব পোক্ত কারণ এখনও পর্যন্ত সেভাবে পাওয়া যায়নি, তারই মাঝে উদ্বেগের ম𓄧ধ্যে থাকা গ্রামে এই ৪ জনের সুস্থতা ঘিরে বেশ কিছুটা স্বস্তি ফিরেছে।
এদিকে, নিউজ ꦆ১৮র রিপোর্ট বলছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অর্গানোফসফেট নামের একটি রাসায়নিক এই ঘটনার পেছনে বড় কারণ হতে পারে। এই রাসায়নিক কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়। তবে এই অর্গানোফসফেট-ই এটার কারণ, এ🍌মনটাও জোর দিয়ে বলতে পারছেন না বিশেষজ্ঞরা।
অন্যদিকে, যে রাজৌরিতে এর আগে, যে ৩ জন বোনের শরীরে এই রোগের সন্ধান প⭕াওয়া গিয়েছিল, তাঁদের বয়স, ২৩, ১৮ ও ১৬। গত ২২ জানুয়ারি এই তিন বোন অসুস্থ হতেই তাঁদের রজৌরি থেকে আকাশপথে জম্মুর জিএমসি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। চণ্ডীগড়ের PGIMER এ নিয়ে আসা হয়েছিল ২৫ বছরের আরও এক যুবককে। যিনিও এই অজানা রোগের কবলে পড়েছিলেন বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, ওই যুবককে মঙ্গলবারই ছেড়ে দেওয়া হবে।
জম্মুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডঃ আশুতোষ গুপ্ত এবং এসএমজিএস হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ দারা সিং জানিয়েছেন, ওই তিন বোন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজৌরির সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডঃ এএস ভাটিয়া বলেছেন, ‘তিন বোনকে, যাঁরা আজ ছাড়া পেয়েছেন, তাঁদের আরও ১১ জনের সাথে সতর্কতামূলক ব্যবস্থার আওতায় জিএমসি, রাজৌরিতে রাখা হবে।’ এএস ভাটিয়া বলছেন,'✃ কেন ওই ১৬ জনের মৃত্যু হয়েছে, তার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা আমাদের নেই, তবে অ্যাট্রোপিনের অ্যান্টিডোট অবশ্যই গেম চেঞ্জার হিসাবে কাজ করেছে। আমরা এই অ্যান্টিডোট ২৫ বছর বয়সী আজিজ আহমেদকে দিয়েছি, যাঁকে আকাশপথে চণ্ডীগঢ়ের PGIMER-এ আনা হয়। তিনি সুস্থ হয়ে উঠেছেন।' একজন স্বাস্থ্য আধিকারিক বলছে♔ন যে, এখনও পর্যন্ত অনুসন্ধানগুলি রহস্যময় অসুস্থতায় আক্রান্তদের নমুনায় অ্যালডিকার্ব, ক্যাডমিয়াম এবং অর্গানোফসফরাসের মতো বিষের উপস্থিতির ইঙ্গিত মিলেছে।