বাংলা নিউজ > ঘরে বাইরে > Ram Mandir Ceremony Highlights: ৮৪ সেকেন্ডে শেষ ৫০০ বছরের প্রতীক্ষা! ‘ঘর ওয়াপসি’ হল রামলালার, বিরাজ রামমন্দিরে
Ram Mandir Ceremony Highlights: ৮৪ সেকেন্ডে শেষ ৫০০ বছরের প্রতীক্ষা! ‘ঘর ওয়াপসি’ হল রামলালার, বিরাজ রামমন্দিরে
1 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2024, 01:30 PM ISTAyan Das
Ram Mandir Pran Pratishtha Live Updates: অযোধ্যার রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের লাইভ আপডেট দেখুন এখানে। যে অনুষ্ঠানের প্রধান যজমান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Ram Mandir Pran Pratishtha Highlights: ৮৪ সেকেন্ডে শেষ হল ৫০০ বছ𓆏রের প্রতীক্ষা। সোমবার অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করা হল। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে মূল যজমান ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ঐতিহাসিক মুহূর্তের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েছে দেশ। অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার সেই ঐতিহাসিক মুহূর্তের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রামমন্দিরে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রামলালার আশীর্বাদ নেন তিনি। সেইসঙ্গে সাধুদের থেকেও আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী। পায়ে হাত দিয়ে প্রণাম🐠 করেন। তারপর মন্দির থেকে বেরিয়ে মন্দিরের বাইরে আসেন।
22 Jan 2024, 01:07 PM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: ‘শ্রীরাম...’, রামমন্দিরের গর্ভগৃহে শেষ পুজো
রামমন্দিরের গর্ভগৃহে পুজোর বিধি শেষ হয়ে গিয়েছে, ঘোষণা করলেন পুরোহিত। সেইসঙ্গে ‘শ্রীরাম…শ্রীরাম…’ ভজন গাওয়া হতে থাকে। সেইসঙ্গে পুরোহিত ঘোষণা করেন যে রামলালার 𒁃প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। আপাতত অঞ্জলি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রামমন্দিরের ভিতরে চূড়ান্ত রীতিনীত꧙ি পালন প্রধানমন্ত্র♏ী নরেন্দ্র মোদীর। কিছুক্ষণ পরেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে।
22 Jan 2024, 12:08 PM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: চুনরি হাতে রামমন্দিরে প্রবেশ মোদী, উঠল স্লোগান
রামমন্দিরের প্র🧸াঙ্গনে চলে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে ঘড়ি ধরে বেলা ১২ টা ৫ মিনিটে রামমন্দিরে চলে আসেন। তাঁর হাতে চুনরি দেখা গিয়েছে। তিনি মন্দিরে প্রবেশ করলেন। চারিদিক থেকে স্লোগান উঠছে।
আজ অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। তার আগে পাঁꦦচ দিনের চেষ্টায় রামের হাফ ইঞ্চির মূর্তি ও অযোধ্যার রামমন্দিরের আদলে দেড় ইঞ্চির রামমন্দির ও বজরংবলীর মূর্তি বানালেন নদ🐓িয়ার রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ। রানাঘাটের রামনগর আইসতলা এলাকার বাসিন্দা তিনি। ক্ষুদ্র রামের মূর্তি ও রামমন্দির নিয়ে অযোধ্যায় পৌঁছানোর ইচ্ছা থাকলেও পরিস্থিতির প্রতিকূলতায় তা সম্ভব হয়ে ওঠেনি বলে জানান মানিক। তবে ভবিষ্যতে কোনও মিউজিয়ামে তাঁর তৈরি রামমন্দির ও রামের মূর্তিটি সংরক্ষণ করা হলে খুশি হবেন।
22 Jan 2024, 11:45 AM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: ৩ ফুট প্রদীপে ২৭ কেজি ঘি, পুজো শুরু
অযোধ্যার রামম🎐ন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট বালাজি মন্দিরে ২৭ কেজি গাওয়া ঘি দিয়ে তিন ফুটের প্রদীপ জ্বালিয়ে আজ সকালে মন্দিরের পুজো শুরু হল। প্রদীপ প্রজ্বলন🌟 করলেন মেদিনীপুরের বিজেপির সাংসদ দিলীপ ঘোষ।
অযোধ্যায় যখন রামলালার প্রাণপ্রতিষ্ঠার কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে, সেইসময় তিস্তাপাড꧟়ের জলপাইগুড়িতে চলছে রাম আরাধনা। হয়েছে ম্যারাথন বিভিন্ন মন্দিরে রামের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। শহরের অলিগলিতে ভেসে যাচ্ছে রামভজন শোনা গিয়েছে। জাতীয় পতাকা এবং রাম মন্দির শোভিত গেরুয়া ঝাণ্ডা হাতে নিয়ে ম্যারাথন হয়েছে।
রামমন্দিরের অনুষ্ঠানস💞্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। তিনি বলেন, 'এটা একটা দারুণ মুহূর্ত। একেবারে ঐশ্বরিক বিষয়। এই অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে নিজেকে আশীর্বাদধন্য মনে 🍷হচ্ছে। এটা ঐতিহাসিক। রামলালার আশীর্বাদ নিতে মুখিয়ে আছি।'
22 Jan 2024, 11:09 AM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: নাগারা শৈলীতে তৈরি রামমন্দির, আছে ৪০ দরজা
ঐতিহ্যবাহী নাগারা আদলে (উত্তর ভারতের মন্দির শৈলী) তৈরি করা হয়♎েছে অযোধ্যার রামমন্দির। পূর্ব-পশ্চিমে রামমন্দিরের দৈর্ঘ্য হল ৩৮০ ফুট। চওড়া হল ২৫০ ফুট। উচ্চতা হল ১৬১ ফুট। অযোধ্যার রামমন্দিরে মোট ৩৯২টি পিলার এবং ৪৪টি দরজা আছে। রামমন্দিরের নকশা তৈরি করেছে স্থপতি চন্দ্রকান্ত বি সোমপুরা এবং তাঁর ছেলে আশিস সোমপুরা। ২.৭ একর জমি♛তে রামমন্দির তৈরি করা হয়েছে।
22 Jan 2024, 11:08 AM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: মালিক মা দুর্গা, আর জেনারেল ম্যানেজার রামচন্দ্র, বক্তব্য দেবাংশুর
রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে তৃণমূল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছেন, ‘আমরা বাঙালি হিন্দুরা মা দুর্গার উপাসক। সেই মা দুর্গা, রাবণ বধের উদ্দেশ্যে ভরা শরতে যাঁর অকাল 🌟বোধন করেছিলেন স্বয়ং✱ রামচন্দ্র। যেখানে আমরা স্বয়ং মালিকের ঘনিষ্ঠ, সেখানে জেনারেল ম্যানেজার অটোমেটিক্যালি আমাদের সঙ্গ দেবে.. চিন্তা করবেন না। জয় দুর্গা..।’
অযোধ্যায় পৌঁছে গেলে❀ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটু পরেই হবে রামমন্দিরে রামলা💞লার প্রাণপ্রতিষ্ঠা। বেলা ১২ টা ৫ মিনিট থেকে প্রাণপ্রতিষ্ঠার নিয়মকানুন শুরু হবে। চলবে বেলা ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত। তারপর তিনি অযোধ্যায় একটি জনসভা করতে চলেছেন।
Ram Mandir Pran Pratishtha LIVE: সরকারি স্কুল চলবে, ছুটি ঘোষণা কয়েকটি বেসরকারি স্কুলে
একাধিক রাজ্যে আজ পূর্ণদিবস বা অর্ধদিবস ছুটি দেওয়া হলেও পশ্চিমবঙ্গে সেরকম কিছু করা হয়নি। আর পাঁচটা সোমবারের মতো আজ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারি অফিস খোলা থাকবে। সরকারি স্কুল খোলা থাকলেও কয়েকটি বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। একগুচ্ছ মিছিলের জেরে শহর রুদ্ধ হয়ে🐼 যেতে পারে। সেই পরিস্থিতিতে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সরাসরি কোনও কারণ জানানো হয়নি। আবার একাধিক বেসরকারি স্কুলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
22 Jan 2024, 10:28 AM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: ১০০০০ CCTV, NSG-র স্নাইপার, AI ড্রোন- দুর্গে পরিণত হয়েছে অযোধ্যা
ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনসিজি) স্নাইপার, ১০,০০০ সিসিটিভি ক্যামেরা, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ꦆড্রোন, উত্তরপ্রদেশ পুলিশের কম্যান্ডো - পুরোপুরি দুর্গে পরিণত হয়েছে অযোধ্যা। উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারল (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন, 'সোমবার যে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান হবে, সেটা ঐতিহাসিক হতে চলেছে। সেজন্য কড়া সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। পুরো এলাকার প্রতিটি রাস্তায় নিরাপত্তা নিশ্চিদ্র করা হয়েছে।'
22 Jan 2024, 10:15 AM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: পশ্চিমবঙ্গ থেকে রামমন্দিরে কী কী যাচ্ছে?
পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যার রামমন্দিরে গিয়েছে গাঁদা ফুল, সুন্দরবনের মধু। যাচ্ছে রামায়ণ শাড়িও। যে শাড়ি তৈরি করেছেন পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাক। তবে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে সেই শাড়ি যাচ্ছে না। বরং আগামী শুক্রবারের (২৬ 𓃲জানুয়ারি) পরে রামমন্দিরে রামায়ণ শাড়ি পাঠাতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী।
22 Jan 2024, 10:01 AM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: কখনও ভাবিনি যে আমার জীবনে রামলালার প্রাণপ্রতিষ্ঠা দেখে যেতে পারব, বললেন অযোধ্যার রাজা
রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে অযোধ্যার রাজা তথা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র বলেছেন, ‘আমি কখনও ভাবিনি যে আমার নিজের জীবনকালে প্রভু রামের প্রাণপ্রতিষ্ঠা দেখতে পাব। অযোধ্যা ফিকে হয়ে গিয়েছিল। গৌরব হারিয়েছিল।’ তাঁর দাবি, ‘মা সীতা’ যে অভিশাপ দিয়েছিলেন বলে কথিত আছে, তা অবশেষে ♎দূর হতে চলেছে।
22 Jan 2024, 09:48 AM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: অযোধ্যায় নয়া ভারতে সাংস্কৃতিক পুনর্জাগরণের শিল্পী মোদীকে স্বাগত, বললেন যোগী
অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ তিনি বলেন, 'জয় সিয়ারাম। প্রভু শ্রীরাম💦 এবং মাতা সীতার পায়ের ধুলোয় পবিত্র হওয়া অযোধ্যা ধামে নয়া ভারতে সাংস্কৃতিক পুনর্জাগরণের শিল্পী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন।'
অযোধ্যার রামমন্দিরের উদ্দেশে রওনা দিলেন সচিন তেন্ডুলকর। মুম্বই থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেন 'ক্রিকেটের ভগবান'। রামমন্দিরে রামলালার ♉প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে যে কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁদের মধ্যে আছেন সচিন। তাছাড়াও রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির মতো তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
22 Jan 2024, 09:34 AM IST
Ram Mandir Pran Pratishtha LIVE: দুই রামলালার বিগ্রহের পুজো হবে এবার থেকে, জানালেন রামমন্দির ট্রাস্টের প্রধান পুরোহিত
শ্রীরাম জন্মভূমি তীর♔্থক্ষেত্র ট্রাস্টের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, 'সবকিছু ভালোভাবে তৈরি আছে। আমরা আগে যে রামলালার বিগ্রহে পুজো করতাম, রবিবার সন্ধ্যা থেকে সেই বিগ্রহও ওখানে বিরাজমান হয়েছেন। এবার থেকে দুই বিগ্রহের পুজো হবে। যে অনুষ্ঠান হচ্ছে, তা অত্যন্ত ভালোভাবে হচ্ছে। আর রামভক্তদের মনস্কামনা পূরণ হচ্ছে।'
অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে কলকাতায় ‘সংহতি মিছিল’ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য👍োপাধ্যায়। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সেই মিছিল শুরু করবেন। প্রাথমিক সূচি অনুযায়ী, সোমবার দুপুর তিনটে নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মমতা। পুজো দিয়ে তিনি হাজরা মোড়ে চলে যাবেন। দুপুর ৩ টে ৩০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা হাজরা মোড় থেকে মমতার মিছিল শুরু হবে। হাজরা রোড ধরে এগিয়ে যাবে মিছিল। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পার্ক সার্কাসে পৌঁছাবে মমতার 🧸মিছিল। ওই মিছিলের মধ্যেই মসজিদ, গির্জা এবং গুরুদোয়ারায় যাবেন মমতা।
সোমবার কলকাতায় একগুচ্ছ মিছিল আছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, আজ কলকাতায় প্রায় ৬০টি মিছিল হওয়ার কথা আছে। 'সংহ😼তি মিছিল' করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার গণেশ টকিজের বৈকুণ্ঠ মন্দির থেকে ধর্মীয় সংগঠনের মিছিল আছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাছাড়া অন্যান্য সংগঠনের মিছিল আছে কলকাতায়। আর সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
১) সকাল ১০ টা ২৫ মিনিটে অযোধ্যার নয়া বাল্মীকি বিমানবন্দরে আসবেন নরেন্দ্র মোদী। ২) সকাল ১০ টা ৪৫ মিনিটে পৌঁছাবেন অযোধ্যা হেলিপ্যাডে। ৩) সকালে ১০ টা ৫৫ মিনিটে অযোধ্যার রামমন্দিরের প্রাঙ্গনে চলে আসবেন প্রধানমন্ত্রী। ৪) সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সময় সংরক্ষিত আছে। ৫) বেলা ১২ টা ৫ মিনিট থেকে প্রাণপ্রতিষ্ঠার নিয়মকানুন শুরু হবে। চলবে বেলা ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত। ৬) বেলা ১২ টা ৫৫ মিনিট নাগাদ রামমন্দিরের অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাবে𓂃ন প্রধানমন্ত্রী। ৭) দুপুর𒊎 একটায় অযোধ্যায় জনসভা করবেন। সেজন্য এক ঘণ্টা বরাদ্দ আছে। ৮) তারপর দুপুর ২ টো ১০ মিনিটে অযোধ্যার কুবের টিলায় পৌঁছাবেন।
যে দিনটার জন্য কোটি-কোটি রামভক্ত অপেক্ষা করছিলেন, সেই দিনটা এসে গেল। আজ অযোধ্যায় রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে। গত ১৬ জানুয়ারি থেকে বিভিন্ন রীতিনীতি পালন কর♍া হলেও ‘প্রাণপ্রতিষ্ঠা’-র শুভ মুহূর্ত হিসেবে ৮৪ সেকেন্ড নির্ধারিত করা হয়েছে। বেলা ১২ টা ৫ মিনিট থেকে চূড়ান্ত অনুষ্ঠান শুরু হবে। আর বেলা ১২ টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে বেলা ১২ টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে। যে অনুষ্ঠানের প্রধান যজমান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ♈সেই অযোধ্যার রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।