বাংলা নিউজ > ঘরে বাইরে > President Ramnath Kovind Farewell Speech: 'একবিংশ শতকে রাজত্বের পথে এগোচ্ছে ভারত', বিদায়ী ভাষণে স্বপ্ন দেখালেন কোবিন্দ
বিদায়ী ভাষণে দেশবাসীকে স্বপ্ন দেখালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিদায়ী রাষ্ট্রপতি বললেন, একবিংশ শতাব্দীতে রাজ🌳ত্ব করার পথে এগিয়ে যাচ্ছে ভারত।সেইসঙ্গে আবেগতাড়িত হয়ে ভারতীয় গণতন্ত্রকে স্যালুট জানালেন কানপুর দেহাতের ছেলে। যিনি ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হন।
কী কী বললেন রামনাথ কোবিন্দ?
- রামনাথ কোবিন্দ: আজ সকল দেশবাসীদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন কানপুর দেহাত জেলার পারৌখ গ্রামের একটি সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা রামনাথ কোবিন্দ। সেজন্য আমাদের দেশের প্রাণবন্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে স্যালুট জানাই।
- রামনাথ কোবিন্দ: নিজের মূলের সঙ্গে যুক্ত থাকা ভারতীয় সংস্কৃতির বিশেষত্ব। নিজেদের গ্রাম বা শহর এবং স্কুল ও শিক্ষকদের সঙ্গে যুক্ত থাকার এই ঐতিহ্য বজায় রাখার জন্য আমি যুব প্রজন্মের কাছে আর্জি জানাচ্ছি।
- রামনাথ কোবিন্দ: একবিংশ শতাব্দীতে রাজত্ব করার পথে এগিয়ে যাচ্ছে ভারত।
- রামনাথ কোবিন্দ: আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে দেশ। আগামী স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করব আমরা। আমরা অমৃতকালে প্রবেশ করব। যা স্বাধীনতার ১০০ তম বর্ষের আগের ২৫ বছর।
আরও পড়ুন: Who i🥃s Droupadi Murmu: দ্রৌপদী মুর্মু মানেই ইতিহাস রচনা! ভারতের নয়া 🔥রাষ্ট্রপতি কে আসলে?
- রামনাথ কোবিন্দ: আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে ভারতের মতো কোনও দেশ ভাগ্যবান নয়। যে দেশে এত নেতা-নেত্রী আছেন। যাঁদের প্রত্যেকের মগজাস্ত্র দুর্দান্ত।
পরবর্তী খবর