আদানি গোষ্ঠী এনডিটিভি মিডিয়া কোম্পানির দখল নেওয়ার জন্য পদক্ষেপ করতেই রবিশ কুমারের ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়। এই আবহে সব জল্পনা উড়িয়ে আজ রবিশ কুমার এক টুইট বার্তায় লেখেন, 'মাননীয় জনতা, আমার পদত্যাগ একটি গুজব। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে একটি সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন এবং অক্ষয় কুমার বোম্বেতে আমার ♚নিয়ে গেটে আমার জন্য অপেক্ষা করছেন।'
এদিকে আদানি গোষ্ঠী এনডিটিভি মিডিয়া কোম্পানির দখল নেওয়ার💜 জন্য একটি বিড দেওয়ার খবর প্রকাশ হওয়ার পরই বুধবার এনডিটিভির শেয়ার ৫ শতাংশ লাফিয়ে তাদের অনুমোদিত সর্বোচ্চ ট্রেডিং সীমায় পৌঁছেছে। আজ এনডিটিভির শেয়ারের দর আজ বম্বে স্টক এক্সচেঞ্জে ৫২ শপ্তাহের সর্বোচ্চ স্তর ৩৮৪.৫০ টাকায় পৌঁছায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সংস্থার শেয়ার ৪.৯৯ শতাংশ বেড়ে ৩🔯৮..২০ টাকা হয়।
উল্লেখ্য, পরোক্ষভাবে ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে গৌতম আদানির মালিকাধী൲ন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। পরবর🐭্তীতে ২৬ শতাংশ শেয়ার কেনারও প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এনডিটিভির নিয়ন্ত্রণ চলে আসবে আদানির হাতে। মোট ৪৯৫ কোটি টাকায় এনডিটিভির ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছেন আদানি।
আরও পড়ুন: চাকরি পেত💜ে ঘুষে দিতে হত জমি! সাংসদ সহ শাসকদলের দুই শীর্ষ নেতার বাড়িতে CBI
এদিকে মঙ্গলবার রাতে এনডিটিভির তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, কোনওরকম আলোচনা, সম্মতি ছাড়াই এনডিটিভির ২৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে গৌতম আদানির মালিকাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। প্রসঙ্গত, বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) নথিভুক্ত আরআরআরআরের হাতে এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার ছিল। সেই সংস্থার ৯৯.৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নেয় এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। শেয়ার পিছু ২৯৪ টাকা দরে আরআরআরআর থেকে এনডিটিভির ২৯.১৮ শতাংশ মালিকানা কেনে আদানির সংস্থা। ২০০৯-১০ সালে এনডিটিভির প্রতিষ্ঠাতা রাধিকা এবং প্রণয় রায়ে⛎র♒ সঙ্গে ঋণ চুক্তির ভিত্তিতে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড এই অধিগ্রহণ করেছে বলে জানা গিয়েছে।