শুক্রবার দেশের শীর্ষ ব্য়াঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের তরফে এল বড় ঘ💟োষণা। আরবিআই জানিয়েছে, এবার বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট। আপাতত এই নোটগুলি বৈধ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
দেশের ব্যাঙ্কগুলিকে আপাতত রিজার্ভব্যাঙ্ক জানিয়েছে, যাতে সেখানে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিপোজিট ও এক্সচেঞ্জের সুবিধা থাকে। যাতে হঠাৎ করে অসুবিধার মধ্যে পড়তে না হয় নাগরিকদের। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের সঙ্গে সঙ্গেই একাধিক বড় ঘোষণা এসেছিল। সেবার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তা রাতারাতি বাতিলের ঘোষণা করেছিলেন। এবার রিজার্ভ ব্যাঙ্ক ৩০ সেপ্টেম্বর পর্যন্💦ত নাগরিকদের সময় দিয়েছে এই নোটকে এক্সচেঞ্জ বা ডিপোজিট করে নেওয়ার ক্ষেত্রে।
(দেশের বাজারে সাময়িকভাবে পাওয়া যাবে না এই ওষুধগুলি! কেন এমন পদক্ষেপ 🌊ফাইজারের?)
উল্লেখ্য, নোটবাতিলের পরই ২০১৬ সালে বাজারে আসে নতুন ২০০০ টাকার নোট। প্রসঙ্গত, জানা যাচ্ছে, ২০১৮ ও ২০১৯ সালেই রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই বন্ধ করে দিয়েছিল ২ হাজার টাকার নোট ছাপানো। মার্চ ২০১৭ সালের আগে ৮৯ꦯ শতাংশ ২ হাজারের ডিনমিনেশন নোট ইস্যু করা হয়েছিল। প্রসঙ্গত নোটের একটি সম্ভাব্য জীবনচক্র রয়েছে ৪ থেকে ৫ বছরের। সেই নিরিখেই রিজার্ভ ব্যাঙ্কের নয়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এদিনের ঘোষণায় ব্🃏যাঙ্কগুলিতে এখনই ২০০০ টাকার নোট ইস্যু করা থেকে বিরত থাকতে বলেছে আরবিআই। সদ্য মার্চ মাসে ২০২৩ সালে বাজারে থাকা এই ব্যাঙ্কনোটগুলির মূল্য ৩.৬২ লাখ কোটি টাকা꧑য় দাঁড়ায়। যা ২০১৮ সালের ৩১ মার্চে ছিল ৬.৭৩ লাখ কোটি টাকা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনল𒆙োড করার লিঙ্ক𒈔