শুক্রবার দেশের শীর্ষ ব্য়াঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের তরফে এল বড় ঘোষণা। আরবিআই জানিয়েছে, এবার বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট। আপাতত এই নোটগুলি বৈধ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।𝄹
দেশের ব্যাঙ্কগুলিকে আপাতত রিজার্ভব্যাঙ্ক জানিয়েছে, যাতে সেখানে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিপোজিট ও এক্সচেঞ্জের সুবিধা থাকে। যাতে হঠাৎ করে অসুবিধার মধ্যে পড়তে না হয় নাগরিকদের। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের সঙ্গে সঙ্গেই একাধিক বড় ঘোষণা এসেছিল। সেবার ৫০০ ও 𒁃১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা করেছিলেন দে🐼শের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তা রাতারাতি বাতিলের ঘোষণা করেছিলেন। এবার রিজার্ভ ব্যাঙ্ক ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নাগরিকদের সময় দিয়েছে এই নোটকে এক্সচেঞ্জ বা ডিপোজিট করে নেওয়ার ক্ষেত্রে।
(দেশের বা♒জারে সাময়িকভাবে পাওয়া যাবে না এই ওষুধগুলি! কেন এমন পদক্ষেপ ফাইজারের?)