Rekha Jhunjhunwala portfolio: স্টার হেলথ ইন্স্যুরেন্স ঝুনঝুনওয়ালা পরিবারের অন্যতম প্রধান পোর্টফোলিও স্টক। এই শেয়ারে প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা প্রি-আইপিও পর্ব থেকেই বিশাল অঙ্কের বিনিয়োগ করে রেখেছিলেন। রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পরে তাঁর পোর্টফোলিওর অন্যান্য স্টকের মতোই, এই বিমা শেয়ারটিও রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও স্টক হয়ে গিয়েছে। ২০২৩ সাল থেকে, স্টার হেলথ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বেস বিল্ডিং মোডে রয়ে গিয়েছে। তবে এটি NSE-তে ₹৪৬৯.০৫-এ ৫২ সপ্তাহের সর্বনিম্ন হারে পৌঁছে গিয়েছিল। আর তারপরেই ফের উঠতে শুরু করে। আরও পড়ুন: Adani নাকি Tata? কোন গ্রুপের বৈদ্যুতিক শেয়ারে টাকা ঢালবেন? জানালেন𒊎 বিশেষজ্ঞরা
স্টার হেলথের শেয়ারের দাম সোমবার সকাল থেকেই উর্ধ্বমুখী হয়। বেলা ১টা পর্যন্ত এই শেয়ারের দাম ৫৫৬.৯৫ টাকার ইন্ট্রাডে হাই ছুঁয়ে ফেলে। সোমবারের এই এক সেশনেই, মাত্র চার ঘণ্টার মধ্যেই স্টার হেলথের শেয়ারের মাধ্যমে রেখা ঝুনঝুনওয়🍌ালার নেট ওয়ার্থ প্রায়♔ ৪৮২ কোটি টাকা বৃদ্ধি পায়!
স্টার হেলথ ইন্স্যুরেন্সে রেখা ঝুনঝুনওয়ালার শেয়ার:
আগেই বলা হয়েছে⛦, রাকেশ ঝুনঝুনওয়ালা প্রি-আইপিও সময় থেকেই স্টার্ট হেলথ ইন্স্যুরেন্সে বড় বিনিয়োগ করে রেখেছিলেন। BSE এবং NSE-তে তালিকাভুক্তির পরে, রাকেশ ঝুনঝুনওয়ালার মোট শেয়ারের সংখ্যা দাঁড়ায় ১০,০৭,৫৩,৯৩৫টি। এটি সংস্🧸থার মোট পরিশোধিত মূলধনের ১৭.৫০ শতাংশ। রাকেশ ঝুনঝুনওয়ালা আজ আর আমাদের মাঝে নেই। উত্তরাধিকার সূত্রে এই স্টার হেলথ ইন্স্যুরেন্সের শেয়ার এখন তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে স্থানান্তরিত হয়েছে।
রেখা ঝুনঝুনওয়ালার মোট সম্পদের বৃদ্ধি
স্টার হেলথ ইন্স্যুরেন্সের শেয়ারের দুপুর ১টা নাগাদ ৫৫৬.৯৫ টাকার সর্বোচ্চ স্তর๊ে পৌঁছে যায়। স্টার হেলথ ইন্স্যুরেন্সে রেখা ঝুনঝুনওয়ালার মোট শেয়ারের সংখ্যা ১০,০৭,৫৩,৯৩৫টি।
স্টার হেলথ ইন্স্যুরেন্সের শেয়ারের দামের এই বৃদ্ধির কারণে রেখা ঝুনঝুনওয়ালার নেট ওয়ার্থ কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪৮২ কোটি টাকা [ ₹৪৭.৯০ x ১০,০৭,৫৩,৯৩৫] বৃদ্ধি পায়।
স্টার হেলথ ইন্স্যুরেন্সের শেয়ার প্রাইসের হিস্ট্রি
স্টার হেলথ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ১০ ডিসেম্বর ২০২১-এ BSE এবং NSE-তে তালিকাভুক্ত হয়েছিল। সেই সময়ে প্রায় ৬ শতাংশ কমে এই শেয়ার রেজিস্টার্ড হয়েছিল। স্টার হেলথ শেয়ারের দাম BSE-তে শেয়ার প্রতি ₹৮৪৮.৮০-তে ওপেন হয়। NSE-তে এটি শেয়ার প্রতি ₹৮৪৫-এ তালিকাভুক্ত হয়েছিল। এটি শেয়ার প্রতি ৯০০ টাকার ইস্যু মূল্যের তুলনায় কিছুটা কম ছিল। তবে, স্টার হেলথের শেয়ারর দাম খুব শীঘ্রই বাড়তে শুরু করে। লিস্টিংয়ের দিনই ইন্ট্রাডেতে সর্বোচ্চ ৯৪০ টাকায় পৌঁছে যায়। শেষ পর্যন্ত শেয়ার প্রতি ৯০৬.৮৫ টাকায় ক্লোজ হয়। আরও পড়ুন: ১ লাখ টাকা পরিণত হল ১২ কোটি টাকায়! TATA-র এই শেয়ারে ফাটিয়ে লাভ বিনিয়োগক🔥ারীদের