সোশ্যাল মিডিয়ার ব্যবহার যত বাড়ছে প্রতারণার ফাঁদও তত বাড়ছে। বিশেষ করে আগের তুলনায় অনেক বেশি হানি ট꧋্র্যাপের শিকার হচ্ছেন সেনা এবং অধাসেনা জওয়ানরা। সুন্দরী মহিলা সেজে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে সেনা এবং আধা সেনা জওয়ানদের কাছ থেকে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে পাক গুপ্তচররা। এই পরিস্থিতিতে আধা সেনার জওয়ানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে বাহিনী। সিআরপি, আইটিবিপি এবং বিএসএফের মতো আধা সেনার জওয়ানদের এ বিষয়ে চিঠি পাঠিয়েছে বাহিনী।
আরও পড়ুন: ভারতীয় সেনাদের প্রেꦜমের ফাঁ🔯দে ফেলে তথ্য হাতিয়ে নিচ্ছে পাক গুপ্তচর!
চিঠিতে জানানো হয়েছে, অনেক সময় সেনা জওয়ানরা সংবেদনশীল জায়গায় উর্দি পড়ে ছবি তুলে সোশাল মিডিয়ায় আপলোড করেন। অনেকেই তাঁদের ফ্রেন্ড লিস্টে থাকেন আবার অনেকে তাঁদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সে ক্ষেত্রে অনেক সময় পাক গুপ্তচররা তাঁদের সঙ্গে চ্যাট করে বন্ধুত্ব বাড়িয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। তাই চিঠি পাঠিয়ে সংবেদনশীল জায়গার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না এই মর্মে আধাসেনা জওয়ানদের সতর্ক করেছে সিআরপি। সেক্ষেত্রে নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এর পাশাপাশি বিএসএফ এবং আইটিবিপি সীমান্তবর্তী এলাকায় উর্দি পড়ে কোনও ছবি তুলে সোশ্যাল মিড💛িয়ায় আপলোড করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাছাড়া কোনও অচেনা ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তা গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।