স্বাতী ভূষণমধ্যপ্রদেশে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে দফায় দফায় হিংসা। আর এনিয়েই এবার কড়া অবস্থানের কথা জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোমবার তিনি স্পষ্টতই জানিয়ে দেন, দাঙ্গাকারীদের রেয়াত করা হবে না। সংবাদ সংস্থা সূত্রে খবর, তিনি জানিয়েছেন, খারাগোনের ঘটনা দুর্ভাগ্যজনক। দাঙ্গাকারীদের রেয়াত করা হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাদের শুধু জেলে পাঠানো হবে এমনটাই নয়, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর করার অভিযোগে তাদেরকে মূল্য দিতে হবে। এনিয়ে ক্লেম ট্রাইব্যুনালও করা হচ্ছে।মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, অন্তত ৭৭জনকে গ্রেফতার করা হয়েছে। এসপিও জখম হয়েছেন। ৬জন পুলিশও জখম হয়েছেন। তবে তারা স্থিতিশীল রয়েছেন। অপর একজনের মাথায় আঘাত লেগেছে। তবে তিনি পুলিশের কেউ নন।পাশাপাশি সংবাদ সংস্থা সূত্রে খবর, বারাউনি জেলাতেও রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনা হয়েছে। সেখানেও থানার ইন চার্জ, পাঁচজন জখম হয়েছেন। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, মেডিকেল এমার্জেন্সি ছাড়া অন্য়ান্য জরুরী কাজে অনুমতি নিতে হবে। সোমবার কলেজে ও স্কুলে কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল। সেগুলি স্থগিত করা হয়েছে। পাশাপাশি পুলিশ, প্রশাসনও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে।