আমেরিকা অ্যাপেলের আইফোন ও আইপ্যাডের মাধ্যমে রাশিয়ার ওপর গুপ্তচরবৃত্তি করছে 💝এমনটাই দাবি করেছে রুশ গোয়েন্দারা। এই দাবির পরিপ্রেক্ষিতে কর্মচারীদের আইফোন ব্যবহারের উপর নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়। সরকারি কাজে আইফোন ও আইপ্যাড ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে দেশটি। রাশিয়ার ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভের শুক্রবার (১১ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে এই বিষয়ে বিবৃতি দিয়েছেন।
শাদায়েভের, একটি ডিজিটাল কনফারেন্সে সাংবাদিকদের জানিয়েছেন, ‘কাজের জন্য বিভিন্ন অ্যাপ্ল🍸িকেশন অ্যাক্সেস করার ক্ষেত্রে অ্যাপেলের মোবাইল ডিভাইস - স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কর্মীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, তাদের বাক্তিগত প্রয়োজনে আইফোন ব্যবহারের ওপর কোনও প্রকারের নিষেধাজ্ঞা নেই।’
(আরও পড়ুন: Hate speech at Nuh:🐟 মুসলিম-অধ্যুষিত নুহ মুছে দেওয়া🌱 হোক, কাটা হবে হাত- হিংসার ১ মাসের মধ্যেই উস্কানি)
রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) দুই মাস আগে আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল। তাদের দাবি, মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে, গুপ্তচরবৃত্তিতে সহযোগিতা করছে অ্যাপেল। এর দুই মাস পরেই মন্ত্রনালয় থেকে এলো এই নিষেধাজ্ঞা।তবে রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে অ্যাপেল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুর🅠ুর পর থেকেই রাশিয়ায় নিজেদের যাবতীয় পণ্য বিক্রি বন্ধ করেছিল অ্যাপেল। এর পাশাপাশি ‘অ্যা্পেল পে’-র মতো পরিষেবার ক্ষেত্রেও বেশকিছু কাটছাঁ🧸ট করেছিল তারা। সম্প্রতি, ইউক্রেনের যুদ্ধ নিয়ে অ্যাপেলের বিরুদ্ধে ভুল তথ্যসমৃদ্ধ কনটেন্ট ছড়ানোর অভিযোগ তুলেছে পুতিন সরকার। সেই অভিযোগে অ্যাপেলকে জরিমানাও করে একটি রুশ আদালত।