গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এরইমধ্যে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে দাবি 🎐করা হয়েছে, ইউক্রেনে যুদ্ধে যেতে অস্বীকা🌠র করায় রাশিয়া তার নিজের সৈন্যদের জেলে পাঠাচ্ছে! এমনকী তাদের মারধরও করা হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
প্রতিবেদন অন𝐆ুযায়ী, কꦦোনও রকম পরিকল্পনা ছাড়াই সেনাকে যুদ্ধের জন্য এগিয়ে দিচ্ছে রাশিয়া। এরকম একটি ঘটনায় এক রুশ সেনা আধিকারিক জওয়ানদ♎ের মৃত্যুর দিকে ঠেলে দিতে অস্বীকার করেছিলেন। ঘটনায় ওই সেনা আধিকারিক এবং অন্যান্য সৈন্যদের জেলে পাঠিয়েছিল রাশিয়া। অন্য একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে অস্বীকার করায় তাঁকে একটি বহুতলের বেসমেন্টে বন্দি করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, রুশ সামরিক বাহিনী তাঁর পরিবারকে জানিয়েছিল যে গোলাবর্ষণের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
শুধু তাই নয়, যুদ্ধে যেতে অস্বীকার করায় রুশ সেনাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক রুশ সেনা জানান, যুদ্ধে না যাওয়ার জন্য তাঁকে মারধর করা হয় এবং পরে এমনভাবে বাইরে নিয়ে যায় যেন গুলি করা হবে। এরপর ওই সেনাকে মাটিতে শুইয়ে দিয়ে পিস্তলের বাট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। উল্লে𒅌খ্য, ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেন♈ে শান্তি প্রতিষ্ঠিত করতে শীতকালে একটি বিশেষ গ্লোবাল পিস সামিট আহ্বান করেছেন। এদিকে, কয়েকদিন আগেই ইউক্রেনের হামলায় একাধিক রুশ সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে।