আজ শেখ হাসিনা এবং বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এরপর স্বতঃপ্রণোদিত হয়েই রাজ্যসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করেন এস জয়শংকর। আজ সংসদে শেখ হানিসাকে নিয়ে এস জয়শংকর বলেন, 'আমরা যা বুঝেছি, তাতে নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সঙ্গে আলোচনার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা প্রদানের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের মধ্যে উনি আপাতত ভারতে আসার অনুমোদন চেয়ে আবেদন করেন। গতকাল সন্ধ্যায় উনি দিল্লিতে পৌঁছেছেন।' এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ জয়শংকর বলেন, 'আমরা আমাদের কূটনৈতিক মিশনের মাধ্যমে বাংলাদেশে ভারতীয়দের সাথে যোগাযোগ রেখে চলেছি।' (আরও পড়ুন: 'একসঙ্গে কাজ করব', বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সঙ্গে বিরোধের প্রশ্꧅ন নেই জানাল TMC)
আরও পড়ুন: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে তাণ্ডব বাংলাদেশিদের, সর💎ানো হল মুজিবের ছবি
আরও পড়ুন: বিদেশি শক্তি কলকাঠি নাড়তেই কি বাংলাদেশে হাসিনার পতন? জয়শংকরকে প্রশ♋্ন রাহুলের
সংসদে জয়ংকর বলেন, 'বাংলাদেশে বর্তমানে আনুমানিক ১৯ হাজার ভারতীয় নাগরিক রয়েছে যার মধ্যে প্রায় ৯ হাজার জন হলেন পড়ুꦇয়া। সেদ🍎েশে থাকা বেশিরভাগ ভারতীয় শিক্ষার্থী জুলাই মাসে ফিরে এসেছে... আমরা সংখ্যালঘুদের অবস্থার বিষয়েও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তাদের সুরক্ষা এবং মঙ্গল নিশ্চিত করার জন্য সেখানে বিভিন্ন দল এবং সংস্থা উদ্যোগ নিয়েছে বলে খবর পেয়েছি। স্বাভাবিকভাবেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে উদ্বিগ্ন থাকব। আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে এই জটিল পরিস্থিতির ভিডিওতে ব্যতিক্রমী সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় আমরা ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।'
আরও পড়ুন: বিক্ষোভকারীদের তাণ্ডব আওয়ামি নেতার প💛াঁচতারা হোটেলে, পুড়ে মরল বিদেশি সহ ২১