লোকসভা ভোটের প্রচারের সময় সংরক্ষণ ইস্যুতে একাধিকবার একের অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে শাসক বিজেপি এবং বিরোধী ইন্ডিয়া জোট। সেই তরজা বজায় থাকল ভোটের পরও। সংরকক্ষণ ইস্যুতে এবার শাসক বিজেপিকে তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, সংরক্ষণের মৌলিক নীতির বিরুদ্ধে কাজ করছে বিজেপি। তিনি আরও দাবি করেন, পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করছে বিজেপি। অখিলেশ বলেন, 'বিজেপি ফের ক্ষমতায় আসার পর থেকেই তারা সংখ্যালঘু নিয়ে নড়াচড়া শুরু করেছে। তারা সংরক্ষণের মৌলিক বিষয়ের বিরুদ্ধে কাজ করছে।' (আরও পড়ুন: নিয়মে বড় বদল, বাড়বে সরকারি কর্মীদের 'ইন হ্যান্ড স্যালারি', মিলবে🗹 এককালীন টাকা)
আরও পড়ুন: রেল, ট্যাক্সে কমবে পকেটে চাপ! জুলাই থেকে কীসের কীসের দꦬাম কমবে?
আরও পড়ুন: ITR ডেডলাইন, SBI-ICICI ক্রেডিট কার্ড... জুন শ🐻েষে পরিবর্তন ঘটছে এই ৫ নিয়মে
অখিলেশ যাদব অভিযোগ করেন, পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের কাউকে শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে রাখা হচ্ছে না। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'একজনও উপাচার্য পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু নয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ১৫ শতাংশই পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু। এই সরকার পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের পক্ষে নয়।' তিনি আরও বলেন যে মণ্ডল কমিশন, রাম মনোহর লোহিয়া, বাবাসাহেব আম্বেদকর এবং সুভাষ চন্দ্র বসু পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু পরিবারের অধিকার রক্ষা করতে চেয়েছিলেন এবং বিজেপি এর বিরুদ্ধে কাজ করছে। (আরও পড়ুন: এবার স🉐রাসরি 'ছাঁটাই' করা হবে সরকারি কর্মীদের? বিস্ফোরক নির্দেশিকায় কড়া সরকার)
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ 'গন', অলিম্পিক 'অন', মন কি বাতে♐ নীജরজদের নিয়ে কী বললেন মোদী?
আরও পড়ুন: বাংলায় বকেয়া ডিএ ইস্যু🐷তে নয়া মোড়, সরকারি কর্মীদের পদক্ষেপে চাপে পড়বেন মমতা?
এদিকে সাম্প্রতিককালে বিহারে ওবিসি শ্রেণিভুক্তদের জন্যে ১৫ শতাংশ 'অতিরিক্ত সংরক্ষণ' বাতিল করেছিল পটনা হাই কোর্ট। বিহারে সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছিল। বিজেপির সঙ্গে হাত মেলানোর আগে নীতীশ যখন আরজেডির সঙ্গে ছিলেন, তখন ২০২৩ সালের নভেম্বর মাসে জাতভিত্তিক সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার বিল পাশ করানো হয়েছিল বিহার বিধানসভায়। তবে পটনা হাই কোর্টে সেই সংরক্ষণ বাতিল করে দেওয়া হল। আবার বাংলায় তৃণমূল জমানার সব সংরক্ষণ বাতিল করা হয়েছে। এদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী সেই রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি শ্রেণিভুক্তদের সংরক্ষণ ১২ শতাংশ বাড়িয়ে ২৭ শতাংশ করার ঘোষণা করেন। এর আগে লোকসভা ভোটের প্রচারের সময় বিরোধীরা অভিযোগ করেছিলেন, ক্ষমতায় এলে বিজেপি সংরক্ষণ তুলে দেবে। আবার বিজেপি দাবি করেছিল, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দল🤡𝓰িতদের সংরক্ষণ তুলে দিয়ে সেখানে মুসলিমদের সুযোগ দেওয়া হবে।