উৎকর্ষ আনন্দ
বড় নির্দেশ দেশের 🥃শীর্ষ আদালতের। তাজ মহলের ৫০০ মিটার পরিধির মধ্যে কোনও বাণিজ্যিক কাজ করা যাবে না। আগরা ডেভেলপমেন্ট অথরিটিকে এনিয়ে নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছ🍒ে।
বিচারপতি সঞ্জয় কিষান কৌল ও এ💫এস ওকার বেঞ্চ জানিয়েছে, তাজমহলের সীমানা প্রাচীর থেকে ৫০০ মিটꦯারের মধ্য়ে সমস্ত ব্যবসায়িক কাজকর্ম বন্ধ করার জন্য় নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের কাজকর্ম সরিয়ে দেওয়ার জন্য়ও নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে ২০০০ সালেও এনিয়ে একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেটা শেষ পর্যন্ত পুরোপুরি কার্যকরী করা হয়নি। এনিয়ে জানিয়েছিলেন অ্যাডভোকেট এডিএন রাও।
এদিকে কি♓ছু ব্যবসায়ী জানিয়েছিলেন ৫০০ মিটারের বাইরে তাঁরা রয়েছেন। কিন্তু অভিযোগ ওঠে আগের নির্দেশকে না মেনে পশ্চিমের দরজার ৫০০ মিটারের মধ্য়েই ব্যꦑবসায়িক কাজকর্ম চলছে।
পরিবেশবিদ এমসি মেহতা ১৯৮৪ সালে একটি মামলা কর🦄েছিলেন। তার ভি🌜ত্তিতে তাজমহল রক্ষাণাবেক্ষণের উপর নজরদারি করে আদালত। ১৬৩১ সালে মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিলেন এই স্থাপত্য। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড 🌼হেরিটেজ সাইট বলেও পরিচিত।