কেন্দ্রীয় তথ্য় কমিশন জানিয়েছে, মসজিদের ইমামদের ভাতা দেওয়া নিয়ে ১৯৯৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ সংবিধানের বিধিকে লঙ্ঘন করেছিল।এর জেরে সামাজিক অস্থিরতা তৈরি হয় বলেও উল্লেখ করা হয়েছে। একটি আরটিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ইনফরমেশন কমিশনার উদয় মাহুরকারের পর্যবেক্ষণ ওই নির্দেশ সাংবিধানিক বিধিকে লঙ্ঘন করেছিল। কারণ সংবিধানে উল্লꩲেখ করা আছে, করদাতাদের থেকে অর্জিত অর্থ কোনওভাবে নির্দিষ্ট ধর্মের জন্য় ব্যবহার করা যাবে না।
এদিকে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের আব♔েদনের পরিপ্রেক্ষিতে ওয়াকফ বোর্ডকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ইমামদের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে।
এদিকে কমিশনের পক্ষ থে♛কে বলা হচ্ছে, ওই নির্দেশ দেশে একটা ভুল প্রবণতা তৈরি করছে। এর জেরে অপ্রয়োজনীয় একটি রাজনৈতিক দড়ি টানাটানি তৈরি হচ্ছে। এর জেরে ﷽সামাজিক অস্থিরতাও তৈরি হতে পারে।
এদিকে তিনি দিল্লি ওয়াকফ বোর্ডকে নির্দেশ দিয়েছেন আরটি আই অ্য়াক্টিভিস্ট সুভাষ আগরওয়ালকে ২৫,০০০ টাকা ক্ষতিপুরণ দিতে হবে। কারণ এই আরটিআইয়ে😼র উত্তর পেতে গিয়ে সময় ও সম্পদ দুটোই ব্যয় হয়েছে। তারপরেও তিনি যথার্থ জবাব পাননি।
মাহুরকার জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়কে বিশেষ সুবিধা দেওয়ার আগে ইতিহাসটা জানা দরকার।দেশভাগ♐ের জেরে ধর্মীয় রাষ্ট্র পাকিস্তান গড়ে উঠেছিল। কিন্তু ভারতে সমস্ত ধর্মের সমান অধিকারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।