আজ সকাল ১১টায় প্রকাশ করা হবে ২০২১ সালের SEBA অসম বোর্ড HSLC-র ফলাফল। দশমের পরীক্ষার জন্যে যে পড়ুয়ারা নিজেদের নাম নথিভুক্ত করেছিল, তারা নিজেদের ফল জানতে পারবে আজকে। sebaonline.org - ওয়েবসাইটে ফল দেখা যাবে। তাছাড়া resultsassam.nic.in এবং assamresult.in - ওয়েবসাইটেও ফল দেখা যাবে।উল্লেখ, কোভিডের কারণে এবছর পরীক্ষা বাতিল করা হয়েছিল অসম বোর্ডের। প্রায় ৪ লাখ পড়ুয়া এবছর পরীক্ষার জন্যে রেজিস্ট্রেশন করিয়েছিল। পরীক্ষা না হওয়ায় বিকল্প মূল্যায়নের মাধ্যমে এই পড়ুয়াদের মার্কস দেওয়া হচ্ছে। ডিজিটাল মার্কসশিট প্রকাশ করবে অসম বোর্ড। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলে ভরতি হতে সেই মার্কসশিটই গ্রহণ করা হবে বলে জানিয়েছে অসম বোর্ড।এর আগে অতিমারী আবহে বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অসমে। এর আগে বোর্ড পরীক্ষা ১১ মে নির্ধারিত করা হয়েছিল। তারপর সরকার তা স্থগিত করে দেয়। আবার ৮ জুন সরকার জানায়, অগস্টের প্রথম দুই সপ্তাহের মধ্যে দশম-দ্বাদশের পরীক্ষা নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের পথেই হাঁটে অসম সরকার। এরপর দুটি কমিটি গঠন করা হয় যারা দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মূল্যায়ণ করে।