একদিকে উন্নয়নের পক্ষে সওয়াল, 🅠অন্যদিকে জ﷽াতীয়তাবাদী তাস। দিল্লির বিধানসভা নির্বাচনের স্লগ ওভারে দুইয়ের উপর ভর করে প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন দিল্লির কড়কড়ডুমা সিবিডি মাঠে জনসভায় হাজির ছিলেন মোদী। উন্নয়ন প্রশ্নে সেখানে আপ সরকারকে একহাꦦত নেন মোদী। বাজেটের মাধ্যমে কীভাবে সাধারণ মানুষ উপকৃতཧ হবেন, তার খতিয়ান তুলে ধরেন তিনি।
তারপর অবশ্য বেশিরভাগ সময়জুড়েই জাতীয়তাবাদী ভাবধারার সলতে পাকান মꦜোদী। শাহিনবাগ, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা নিয়ে আপ ও কংগ্রেসকে হাতিয়ার করেন।
মোদীর অভিযোগ, জাম♔িয়া, শাহিনবাগ-সহ বিভিন্ন প্রান্তের সিএএ বিরোধী আন্দোলনে রাজনৈতিক মদত রয়েছে। তিনি বলেন, 'সার্জিক্যাল স্ট্রাইকের পর এই লোকেরাই আমাদের সুরক্ষা বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যাঁরা দেশ ভেঙে দিতে চান, এই লোকেরা তাঁদের সমর্থন করছেন। জাꦍমিয়া ও শাহিনবাগ-সহ সর্বত্র এরকম প্রতিবাদের পিছনে রাজনৈতিক নকশা রয়েছে।'
সিএএ-বিরোধী আন্দোলনে জাতীয় পতাকা ও সংবিধান রেখে আসল ইস্যু থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আপ ও কংগ্রেসকে নিশানা করেন মোদী। তিনি বলেন, 'যদি এটা (প্রতিবাদ-বিক্ষোভ) একটা আইনের বিরুদ্ধে হত✅, তাহলে সরকারের আশ্বাসের পর তা থেমে যেত। কিন্তু মানুষকে প্ররোচনা দিচ্ছে আপ ও কংগ্রেস। জাতীয় পতাকা ও সংবিধান রেখে আসল ষ🐎ড়যন্ত্র থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে।'
মোদী আরও বলেন, 'সিলামপুর, জামিয়া হোক বা শাহিনবাগ হোক, সিএএ নিয়ে গত কয়েকদিন ধরেꦯ ☂প্রতিবাদ চলছে। এটা কি কাকতলীয়? না, এটা একটি পরীক্ষা। এটার পিছনে রাজনীতি আছে।'