এর আগে নিজের দল হারিয়েছেন ভাইপো অজিত পাওয়ারের কাছে। তবে লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছিলেন নিজের ক্যারিশ্মাতেই। তবে বিধানসভা নির্বাচনে সেই অজিত পাওয়ারের কাছেই পরাজয়। কিন্তু লোকসভা ভোটে ভালো ফলাফলের পর কেন বিধানসভায় এই ভরাডুবি? এই নিয়ে শরদ পাওয়ারের অকপট বক্তব্য, 'উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখানে এসে প্রচারের সময় যা সব মন্তব্য করেছেন, তার জেরে মেরুকরণ হয়েছে।' এদিকে শরদ পাওয়ার বলেন, 'ভোটে দল এমন ফল করবে, তা আশা করিনি।' তবে জোটসঙ্গী উদ্ধবের মতো তিনি ফল অস্বীকার করেননি। বরং তিনি বলেন, 'কেন এমন হল, তা বুঝতে মানুষের কাছে যাব আমরা।' (আরও পড়ুন: নতুন মু💧খ্যমন🐼্ত্রী পাবে মহারাষ্ট্র! BJP-র হয়ে সওয়াল অজিত পাওয়রের NCP-র)
আরও পড়ুন: আজ তৈরি হবে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেꦰলায় পরপর বৃღষ্টির পূর্বাভাস
এদিকে মহায্যুতির এই বিশাল জয়ের কারণ হিসেবে শরজ পাওয়ার বলেন, 'বিপুল সংখ্যক মহিলা ভোটার এবার ভোট দিয়েছিলেন। তার ফলে মহায্যুতির এই বিশাল জয় এসে থাকতে পারে। লড়কি বেহেন প্রকল্প এবং ধর্মীয় মেরুকরণ এই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। আমারেদর হারের কারণ যেটাই হয়ে থাকুক না কেন, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব।' এদিকে মহাবিকাশ আঘাড়ি জোট নিয়ে শরদ বলেন, 'রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্যে আরও বেশি খাটতে হত জোটকে। লোকসভা নির্বাচনের পর আমরা আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম।' (আরও পড়ুন: ৩০০ বিল🅷িয়ন ডলারের চুক্তিতে শেষ COP29, 'বিশ্বাসের অভাব', গর্জে উঠল বিদ্রো🦩হী ভারত)
আরও পড়ুন: ভারতের তেল রফতানি বেড়েছে ৬৩.৭ মিলꦦিয়ন টন, তবে পকেটে ৫.৩ বিলিয়ন ডলার কম ঢুকেছে!
এদিকে ভাইপো অজিত পাওয়ারের বিরুদ্ধে পরিবারের অপর এক সদস্য যুগেন্দ্র পাওয়রকে দাঁড় করিয়েছিলেন শরদ। তবে যুগেন্দ্র বিপুল ভোটে হেরেছেন। এই নিয়ে প্রশ্ন করায় শরদ বলেন, 'বারামতী থেকে যুগেন্দ্রকে প্রার্থী করায় কোনও ভুল দেখছি না। সেখানে কাউকে না কাউকে তো প্রতিদ্বন্দ্বিতা করতে হত।' তবে তিনি অকপটে স্বীকার করে নেন, 'অজিত পাওয়ার এবং যুগেন্দ্রের মধ্যে কোনও তুলনা হয় না।' এদিকে এনসিপির বিষয়ে বলেন, 'অজিত পাওয়ার যে রাজ্যে বেশি ভোট পেয়েছে, তা মেনে নিতে আমার কোনও সমস্যা নেই। তবে সবাই জানে যে এনসিপির প্রতিষ্ঠাতা কে।' (আরও পড়ুন: মার্কিন আদালতের পর এবার ভার✨তের সুপ্রিম কোর্টে নতুন করে মা♔মলা আদানির বিরুদ্ধে)
আরও পড়ুন: ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্ত দ🌟িতে উদ্যোগী হতে পারেন মমতা! রইল আপডেট
উল্লেখ্য, গত লোকসভা ভোটের নিরিখে অজিত পাওয়ারের এনসিপি মাত্র ৬টি বিধানসভা আসনে এগিয়ে ছিল। তবে এই বিধানসভা ভোটে তাঁর দল ৪১টি আসনে জয়ী হয়েছে। কাকা শরদের দল থেকে যা প্রায় ৪ গুণ। এদিকে শরদের দলের বিরুদ্ধে মুখোমুখি ২৭টি আসনে লড🉐়ে অজিত শিবির। সেখানে ২০টি আশনে জয়ী অজিতের প্রার্থীরা, আর মাত্র ৭টি আসনে জিতেছে শরদ পাওয়ারের প্রার্থীরা।