এতদিন ধরে সন্তোষ বাঙ্গারকে মহারাষ্ট্রের রাজনৈতিক মহল উদ্ধব ঠ❀াকরের ঘনিষ্ঠ এবং অনুগত হিসে❀বেই চিনে এসেছে। যে ১৬ জন বিধায়ক গতকাল পর্যন্ত উদ্ধবের পাশে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সন্তোষ বাঙ্গার। তবে আস্থা ভোটের আগেই দলবদল করলেন সন্তোষ। আর এরপরই তাঁর এক সপ্তাহ পুরোনো এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি উদ্ধব ঠাকরের সমর্থনে গলা ফাটাচ্ছেন এবং প্রকাশ্য জনসভায় কেঁদে ফেলেছেন। তবে সেই অশ্রুজল শুকোতে বেশি সময় লাগল না। শিবির বদল করে এখন তিনি একনাথ শিন্ডের দলে।
গতকাল রাতেই সন্তোষ একনাথের সঙ্গে দেখা করেন। মুম্বইয়ের যে হোটেলে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে একনাছ আছেন, সেই হোটেলে যেতে দেখা যায় সন্তোষকে। এরপꦯর আজ সকালে বিধানসভায় একনাথ শিন্ডের পাশে দেখা যায় সন্ত♛োষকে। এহেন সন্তোষ বাঙ্গারই ২৪ জুন নিজের নির্বাচনী কেন্দ্রে এক জনসভায় কেঁদে ভাসিয়েছিলেন উদ্ধবের সমর্থনে। সেই ভিডিয়ো তিনি নিজেই টুইট করেছিলেন। তবে বর্তমান রাজনীতিতে দলবদল খুব ‘মামুলি’ বিষয়। গতকাল পর্যন্ত উদ্ধবের অনুগত সন্তোষ তাই সুযোগ বুঝে শিবির বদল করলেন।
এদিকে আজকের আস্থা ভোটে খুব সহজেই জয়লাভ করেন একনাথ শিন্ডে। তাঁর সরকারের পক্ষে আজ বিধানসভায় ১৬৪টি ভোট পড়ে। এদিকে বিরোধীদের পক্ষে ভোট পড়ে মাত্র ৯৯টি। এদিকে ‘হুইপ’ অমান্য করে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া আদিত্য ঠাকরে সহ উদ্ধব শিবিরের ১৫ বিধায়ককে বরখাস্ত করা হতে পারে বলে মনে করা হচജ্ছে। এদিকে উদ্ধব শিবির ইতিমধ্যেই একনাথ শিন্ডে শিবিরের বিরুদ্ধে শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছে।