'এক দেশ, এক ভোট'এর সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য নবগঠিত প্যানেল꧅ের আগামী সপ্তাহে বৈঠক হতে পারে। তার আগে বুধবার 𒉰এই প্যানেলের প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল।
প্রাক𓂃্তন রাষ্ট্রপতি কার্যলয়ে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তাঁরা। যদিও এই বৈঠককে সৌজন্যমূলক বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছে, এই প্যানেলের দায়িত্ব নেওয়ার পর যেহেতু প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি🦄। তাই বুধবার তিনি ও আইনমন্ত্রী এসে প্রাক্তন রাষ্ট্রপতির কাছে পুরো 💜বিষয়টি স্পষ্ট করেছেন। যেহেতু কোবিন্দ ১২ সেপ্টেম্বর থেকে বেড়াতে যাবেন, তাই তার আগে তাঁকে পুরো বিষয়টি জানিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী।
(পড়তে পারেন। গোপন বৈঠকে পার্ট꧃ির প্রবীণদের ধমক খেয়েই কি জি ২০ এড়ালেন শি জিনপিং?)
শাহ ও কোবিন্দ ছাড়া, শনিবার ঘোষণা করা এই প্যানেলের অন্য সদস্যরা হলেন- প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ, ১৫ তম অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন কে সিং, লোকসভার প্রাক্তন মহাসচিব সুভাষ সি কাশ্যপ, প্রবীণ আইনজীღবী হরিশ সালভে এবং প্রাক্তন চিফ ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি। আইনমন্ত্রী মেঘওয়াল একজন বিশেষ আমন্ত্রিত সদস্য এবং আইন বিষয়ক বিভাগের সচিব নিতেন চন্দ্র কমিটির সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন।
কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নাম এই প্যানেলে থাকলেও ♌তিনি থাকতে অস্বীকার করেছ🌞েন। বিরোধী দলগুলি সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছে।