বাংলা নিউজ > ঘরে বাইরে > Sitaram Yechury: সেরা ছাত্র থেকে ছাত্রনেতা! বারবার রাজনীতির 'প্রথা' ভেঙেছেন ইয়েচুরি
মার্কসবাদী ভাবধারায় উদ্বুদ্ধ সীতারাম ইয়েচুরিকে একবাক্যে বর্ণনা করা কার্যত অসম্ভব। নানা ভাষায় পটু মানুষটি ছিলেন নানা🌜 গুণেও সমৃদ্ধ। তিনি যেমন অনায়াসে এলিট উচ্চশিক্ষিতদের সঙ্গে তর্ক, বিতর্ক ও আলোচনায় অংশ নিতে পারতেন, তেমনই অত্যন্ত সাদামাটাভাবে মেঠো মানুষদের সঙ্গেও মিশে যেতে পারতেন। তিনি যা বলতে চান, বোঝাতে চান - সমাজের কোনও শ𒐪্রেণিকেই তা বলতে বা বোঝাতে সমস্যা হত না তাঁর।