♑ প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দেহ করা হবে। শনিবার দিল্লির এইমস হাসপাতালে তাঁর দেহ দান করা হবে। ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে। সেখানেই গতকাল দুপুরে প্রয়াত হন ৭🐭২ বছর বয়সি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
আরও পড়ুন: বাংলা থেকেই রাজ্যসভায়, বুদ্ধের পর চলে গ༺েলেন ইয়েচুরি, শূন্যতা বঙ্গ সিপিএমে
দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় বসন্তকুঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হবেꦏ সীতারাম ইয়েচুরির দেহ। পরের দিন শনিবার বেলা ১১ টা থেকে ৩ টে পর্যন্ত দিল্লির গোল মার্কেট কেন্দ্রীয় কার্যালয়ে শায়িত রাখা হবে তাঁর দেহ। সেখানে তাঁকে ভক্ত এবং অনুগামীরা শেষ শ্রদ্ধা জানাবেন। পরে দেহ দান করা হবে এইএমস হাসপাতালে।রাজনীতিতে বন্ধুত্বপূর্ণ এবং ব্যবহারিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কমিউনিস্ট বিশ্বাসের জন্য পরিচিত সীতারাম ইয়েচুরি। তাঁর অন্যতম ইচ্ছা মেনেই দেহ চিকিৎসা গবেষণার উদ্দেশ্যে এইমস-কে দান করা হবে।
উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণের কারণে গত ২৯ অগস্ট রাতে প্রবীণ বাম নেতাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বহু নেতা মন্ত্রী ও বিশিষ্ট মানুষ শোক প্রকাশ করেছেন। প্র💮ধানমন্ত্রী এক্স পোস্টে শোক প্রকাশ করার পাশাপাশি তাঁর ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন, ‘সীতারাম ইয়েচুরিজির প্রয়াণে আমি শোকাহত। তিনি বামপন্থীদের একজ♒ন নক্ষত্রের মতো ছিলেন এবং রাজনীতিতে সংযোগ স্থাপনের ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। তিনি একজন কার্যকর সংসদ সদস্য হিসাবেও ছাপ রেখে গিয়েছেন। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমি সমবেদনা জানাই।’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও দুঃখ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যু সম্পর্কে জেনে আমি দুঃখিত। প্রথমে একজন ছাত্রনেতা হিসেবে এবং তারপর জাতীয় রাজনীতিতে ও একজন সাংসদ হিসেবে তাঁর স্বতন্ত্র এবং প্রভাবশালী কণ্ঠস্বর ছিল। তাঁর পরিবার এ💟বং সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
উল্লেখ্য, দেহ দান একটি নিঃস্বার্থ কাজ, যা স্বাস্থ্যসেবা এবং চিকিৎসার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও মেডিক্যালের ছাত্রদের মানব শরীর সম্পর্কে বিস্তারিতভাবে অধ্যয়ন করার জন্য দান করা দেহগুলি ব্যবহার ﷺকরেন সার্জেন এবং চিকিৎস﷽করা।