কলকাতা থেকে বেঙ্গালুরুগামী বিমানে ফের যা-তা কাণ্ড। ইন্ডিগোর ওই ফ্লাইটে এক তরুণী গত ৫ মার্চ রাতে টয়লেটে ধূমপান করছিলেন। বিষয়টি জানাজানি হয়ে যায়। ওই মহিলার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী।তিনি পশ্চিমবঙ্গের বাস⛄িন্দা। এদিকে ফ্লাইটটি ল্যান্ড করার পরেই তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে অথরিটির হাতে তুলে দেওয়া হয়েছে। তবে পরে তিনি জামিনে ♔ছাড়া পান।
এদিকে টয়লেট থেকে সিগারেটের টুকরোটাও পাওয়া গিয়েছে। কেবিন ক্রু দ্রুত গিয়ে তাতে জল ঢেলে নিভিয়ে দেন। কিন্তু কীভাবে ব্যাপারটি জানাজানি হল। সূত্রের খবর বাথরুমের দরজা বন্ধ ছিল। আচমকাই সিগারেটের গন্ধ পান এক কেবিন ক্রু। তিনি এরপর বাথরুমের দরজা খোলার জন্য় অনুরোধ করেন। তারপর তিনি দ্রুত দরজা জোর করে খুলতে বাধ্য হন। এরপর দেখা যায় ওই মহিলা ধূমপান করছেন। এরপরই ফ্লাইটের ক্যাপ্টেনটে ব্যাপারটি জানানো হয়। তিনি এয়ারপোর্ট অথরিটিকে বিষয়টি জানান। এরপর ও♑ই যাত্রীকে undisciplined বলে উল্লেখ করা হয়।
এদিকে বিমানের ভেতর কোনওভাবেই ধূমপান করা যায় না। ধরা পড়লে মা♌রাত্মক শাস্তি কপালে নাচছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও মাঝ আকাশে সিগারেট ধরানোর নজির রয়েছে।
গত ৪ মার্চ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওয়াশরুমে একজন সিগারেট ধরিয়েছিলেন। তার নাম অনিল মীনা। পরে অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়। সেবারও কেবিন ক্রু সিগারেটের গন্ধ পেয়েছিলেন। এরপরই তিনি সকলকে সতর্ꦡক করে দেন। ফায়ার অ্য়ালার্ম বাজানো হয়।এরপর দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপর বিমান নামতেই যাত্রীকে পাকড়়াও করা হয়। এদিকে জেরায় ওই যাত্রী জানিয়েছিলে🎐ন তিনি চেইন স্মোকার। সেকারণে তিনি এই ভুল করে ফেলেছেন।