শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ꦏবন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডের প্রতিবাদে তিনি এই পদযাত্রা করেন। এদিকে, এই পদযাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেত্রী স্মৃতি ইরানি প্রশ্ন তোলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন?'
আরজি ক🐼র কাণ্ডের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করে আরজি কর-এ তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিতে হবে। মঞ্চ থেকেই ফাঁসির দাবিতে সরব হন মমতা। এদিন, তৃণমূল সুপ্রিমোর সঙ্গে মঞ্চে ছিলেন শশী পাঁজা, শতাব্দী রায় থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র থেকে নয়না বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তাঁরা সকলে সুর চড়ান। সেই প্রতিবাদ মিছিল নিয়ে পাল্টা কটাক্ষের সুর আসে বিজেপির তরফে। বিজেপির নেত্রী স্মৃতি ইরানি বলেন,' মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন যে তদন্ত সার্বিকভাবে সম্পূর্ণ না হোক? তাঁর এত তাড়া কীসের?' স্মৃতির প্রশ্ন,'মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? নিজের?' পাশাপাশি স্মৃতি ইরানি প্রশ্ন তুলছেন, ‘এটা কি একজন ধর্ষকের কাজ? এটা কি সম্ভব যে, একজনই ধর্ষণ করছেন, তাঁর হাত ভাঙছেন, তাঁর পা ভাঙছেন আবার তাঁর চোখেও আঘাত করছ🧔েন, তাঁর বুকে মারছেন, তাঁর পেটে মারছেন, আর ওই মহিলা চিৎকার করছিলেন আর তাঁকে কেউ শুনতে পেলেন না? এই গোটা পর্বটা একজন ধর্ষকের কাজ হতে পারে? ’
স্মৃতি আরও একধাপ এগিয়ে প্রশ্ন করেন, ‘প্রশ্ন হল ওই তরুণীর চিৎকার কেউ শুনতে পেয়েছিল কি না সেই ফ্লোরে? ’ স্মৃতি ইরানি এই ইস্যুতে ফের একবার বিচারের দাবি তোলেন। এছাড়াও আরজি কর-এ 'মেয়েদের রাত ✱দখলের' রাতে ভাঙচুরের ঘটনা নিয়েও💟 সরব হন স্মৃতি ইরানি। স্মৃতি বলেছেন,'ধর্ষকরা খোলাখুলি ঘুরছেন, আর প্রতিবাদীদের আক্রমণ করা হচ্ছে!' স্মৃতি ইরানি বলেন, ‘প্রশ্ন হল, ওই মেয়েটি কি বিচার পাবেন?’ এদিকে, কলকাতা পুলিশের তরফে সেদিনের রাতের ঘটনায় ২৪ জনের না প্রকাশ করা হয়েছে। এদের সকলের বয়স ১৯ থেকে ২৪ এর মধ্যে। জানা যাচ্ছে, ওই দুষ্কৃতীদের মধ্যে রয়েছেন মহিলাও। তাঁরা কেউ নিমতা, কেউবা হাওড়ার বাসিন্দা।