Sovereign Gold Bond Scheme: ৬ মার্চ, সোমবার থেকে সোভারেইন গোল্ড বন্ড স্কিমের সাবস্ক্রিপশন শুরু করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সিরিজ IV সাবস্ক্রিপশন শুরু হচ্ছে এদিন। অর্থাত্, এটিই চলতি অর্থবর্ষে গোল্ড বন্ড কেনার শেষ সুযোগ। আগামী ১০ মার্চ পর্যন্ত এর সাবস্ক্রিপশনের সুযোগ মিলবে। RBI গ্রাম প্রতি সোনার ইস্যু মূল্য ৫,৬১১ টাকা করে স্থির করেছে। ২০২২ সালের ডিসেম্বরে ৫,৪০৯ টাকা প্রতি গ্রাম মূল্যে ইস্যু করা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হল, অনলাইনে আবেদন ও টাকা পেমেন্ট করলে বাড়তি ৫০ টাকা/গ্রাম ছাড় মেলে। আরও পড়ুন: Best FD Rate: কোন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বেশি টাকা পাবেন? রইল তালিকা
গোল্ড বন্ড স্কিমের সম্পর্কে ৫টি তথ্য যা আপনার জানা প্রয়োজন:
সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিনিয়োগ
ন্যূনতম বিনিয়োগ এক গ্রাম সোনা। সর্বোচ্চ ৪ কেজি(হিন্দু অবিভক্ত পরিবারের জন্য)। ট্রাস্ট এবং অনুরূপ সংস্থার ক্ষেত্রে প্রতি অর্থবর্ষে ২০ কেজি। ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন, পোস্ট অফিস এবং স্টক এক্স🎃চেঞ্জ থেকে এই গোল্ড বন্ড কেন𒆙া যায়।
ম্যাচিওরিটির সময়
গোল্ড বন্ডের মেয়াদ আছে আট বছর। আপনি চাইলে পঞ্চম বছরের পর বন্ড ভাঙাতে পারেন। ৫ বছরের লক-ইন পিরিয়ড। তার আগে বন্ড ভাঙতে হলে স্টক এক্সচেঞ্জে বেচে দিয়ে সহজেই বেরিয়ে আসতে পারেন𝔍।
কত ফেরত পাবেন
রিটার্ন পুরোটাই সোনার দামের উপর💦 নির্ভরশীল। সোনার দাম বাড়লে, আপনার লাভ। সুবিধা এটাই যে, খাতায় কলমে আপনি সোনা কিনছেন, অথচ সেটা নিয়ে আলমারি, লকারে রাখার, চুরি হওয়ার ভয় নেই। বেচে দেওয়া অনেক সহজ।
কোন জিএসটি এবং মেকিং চার্জ নেই
মজার বিষয় হল কোনও পণ্য ও পরিষেবা কর (GST) আরোপ🃏 করা হয় না। ফলে গহনার দোকানের মতো সেই সমস্যা নেই। ডিজিটাল সোনা কিনলেও ৩ শতাংশ GST দিতে হয়। কিন্তু সোভারেন গোল্ড বন্ডে সেই ঝামেলা 𓃲নেই।
এটা দেখিয়ে ঋণ তুলতে পারবেন
বেশিরভাগ আমানতের মতোই এটা দেখিয়ে আপনি ঋণও নিতে পারবেন। লোন-টু-ভ্যালু (LTV) অনুপাত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দ্বারা ঠিক করা হয়। অনেকটা সোনা বন্ধক রাখার মতোই। আরও পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসে মাত্র 💙৫০ টাকা করে জমিয়েই পাবেন গাড়ি কেনার মতো টাকা!