আব্রাহাম থমাস
পথকুকু🐈রকে বাড়িতে নিয়ে গিয়ে শেকল বেঁধে রাখাটা ঠিক নয়। বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের একটি বিশেষ নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও জেকে মাহেশ্বরীর বেঞ্চ জানিয়েছে, পথকুকুরকে দত্তক নেওয়া🧔 ও তাদের বন্দি করে রাখাটা গ্রহণযোগ্য় নয়। রাস্তার কুকুরকে বন্দি করে রাখাটা ঠিক নয়।
হাইকোর্ট জানিয়েছিল, যদি কোনও ব্যক্তির পথকুকুরকে খাওয়ানোর ♏ইচ্ছা হয় তবে তিনি সেটিকে প্রথমে দত্তক নিতে পারেন বাড়িতে আনতে পারেন, পুরসভায় নথিভুক্ত করবেন, অথবা ডগ সেল্টার হোমে রাখতে পারেন। তারপর তিনি কুকুরের প্রতি ভালোবাসা দেখান। যখন নিজে তার যত্ন নিতে পারবেন তখনই যেন তিনি খাওয়ান।
তবে সুপ্রিম কোর্ট নির্দেশের🌞 এই অংশে স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, কুকুরকে খাওয়ানোর নাম করে যাতে কোনও গণ্ডগোল না হয় সেটাও নিশ্চিত করা দরকার।
বেঞ্চ জানিয়েছে, যেখানে মানুষ থাকবেন সেখানেই দ্বন্দ্ব তৈরি হবে। পথ কুকুর ও মানুষ উভয়ই সমস্যা তৈরি করে। এই বাস্তবতা নিয়ে সচেতন থাকা দরকার। পথকুকু💃রকে খাওয়ানো হবꦓে না এটাও আমরা চাইছি না। আবার যারা খাওয়াতে চাইছেন তাদেরকে আমরা এটা বলতে পারি না যে কুকুরদের দত্তক নিয়ে তাদের সেল্টারে রাখতে হবে।
এর সঙ্গেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, কুকুরদের খাওয়ানোর জন্🌊﷽য জায়গা নির্দিষ্ট করতে হবে পুরসভাকে।