ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে হাত মিলিয়েছে নাসা। গত মাসেই এই নিয়ে ইসরো প্রধান ডঃ এস সোমনাথ মুখ খুলেছিলেন। দুই ভারতীয়কে নাসায় প্রশিক্ষণের জন্যে পাঠানো হবে। তাঁদের মধ্যে থেকে একজনকে আন্তর্জাতিক স্পেস সেন্টারে পাঠাবে নাসা। আর এই প্রকল্পের বিষয়ে এবার নিজের মতামত ব্যক্ত করলেন ভারতীয় বংশোদ্ভূত নভোচর সুনীতা উইলিয়ামস। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্পেস সেন্টারে আছেন। এই আবহে তিনি বলেন, 'আমাদের ভবিষ্যৎ এর থেকে আর উজ্জ্বল হতে পারে না।' তিনি আরও বলেন, যে ভারতীয় নভোচর আন্তর্জাতিক স্পেস সেন্টারে আসবেন, তাঁর সঙ্গে দেখা করার জন্যে তিনি মুখিয়ে আছেন। (আরও পড়ুন: বাড়ল EPFO-র🔯 সুদের হার, সরকারের সিদ্ধান্তে পকেট ফুলে উঠল ৭ কোটি চাকরিজীবীর)
আরও পড়ুন: 'টাকা নিয়ে চলে গিয়েছে', বিধবা স্ম𓆉ৃতিকে নিয়ে বিস্ফোরক শহিদ অংশুমানের বাবা-মা
আরও পড়ুন: UGC NET পরীক্ষা বাতিলের 'দ🐼রকারই' ছিল না, CBI তদন্তে উঠে 🌺এল নয়া তথ্য
উল্লেখ্য, গগনযান অভিযানের জন্যে ভারত ইতিমধ্যেই চারজন নভোচরকে বেছে নিয়েছে। তাঁদের মধ্যে থেকেই দু'জনকে আমেরিকায় পাঠানো হবে নাসায় প্রশিক্ষণের জন্য। তাঁদের মধ্যে থেকে একজনকে মহাকাশ অভিযানে পাঠাবে নাসা। আইএসএস থেকে আমেরিকার স্বাধীনতা দিবসে দিল্লিতে মার্কিন দূতাবাসের উদ্দেশে ভিডিয়ো বার্তায় সুনীতা উইলিয়ামস বলেন, 'নক্ষত্র নিয়ে গবেষণার ক্ষেত্রে একসাথে কাজ করে অনেক সাফল্য পেয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের ভবিষ্যত একসাথে এর থেকে আর উজ্জ্বল হতে পারে না।' (আরও পড়ুন: তড়তড়িয়ে লাফাচ্ছে শেয়ার বাজার, তবে মাথায় ꦐহাত অপশন ট্রেডারদের, আপডেট দিল জেরোধা)
আরও পড়ুন: হাতে বন্দুক নিয়ে কৃষককে ভয় দেখাচ্ছেন I💎AS পূজা খেদকরের মা, ভাইরাল পুরনো ভিডিয়ো
এদিকে গত জুন মাসে সিএসটি-২০০ বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এর আগে যান্ত্রিক গোলযোগের জেরে সেই অভিযান পিছিয়🧜ে দেওয়া হয়েছিল। তবে অবশেষে ৫ জুন সফল ভাবে উৎক্ষেপণ করা হয় অ্যাটলাস ৫ রকেটের। এদিকে গন্তব্যে পৌঁছে অবশ্য আটকে পড়েন নি। এই আবহে বিগত এক মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। সঙ্গে রয়েছেন সহকর্মী বুচ উই📖লমোর। এই আবহে সুনীতা বলেন, 'হার মেনে নেওয়ার কোনও প্রশ্নই নেই। এই মন্ত্রই এখানে আমাদের ভরসা। সব রকম প্রতিকূল পরিস্থিতিতে মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের। সে রকম হলে মহাকাশ স্টেশন থেকে নিজেদের আনডক করে নিজেরাই ঘরে ফেরার রাস্তা বের করতে পারব। এটাই আমার বিশ্বাস।' এর আগে স্টারলাইনার ওড়ার আগেও রকেটে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিল। যাত্রাপথে আরও নানা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর জেরে অনিশ্চিত হয়ে পড়ে সুনীতাদের ফেরা।