বাংলা নিউজ > ঘরে বাইরে > Pegasus: পেগাসাস কাণ্ডে নয়া মোড়, মমতার দাবির রেশ ধরে DGP-দের প্রশ্ন সুপ্রিম প্যানেলের
গতবছর বাদল অধিবেশনের আগে পেগাসাস ঝড় বয়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে। অভিযোগ উঠেছিল যে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দেশের বিভিন্ন বিরোধী রাজনীতিকদের ফোন হ্যাক করা হয় পেগাসাস দিয়ে। একটি রিপোর্টে দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছিল যেখানে সম্ভাব্য পেগাসাস ‘আক্রান্তদের’ নাম ছিল। এরপরই তোলপাড় শুরু হয়েছিল এই নিয়ে। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এরপর সুপ্রিম কোর্ট এই বিষয়ে খোঁজ খবর সংগ্রহ করতে এবং অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল। সুপ্রিম কোর্টের সেই কমিটি এবার দেশের সব রাজ্যের পুলিশের ডিজিদের চিঠি দিয়ে জানতে চাইল যে কোনও রাজ্য পেগাসাস কিনেছিল কি না। এবং কিনে থাকলে তা কিনতে কত খরচ হয়েছিল রাজ্যের। (আরও পড়ুন: ‘পিকে আমাদের সঙ্গে’, ভোটকুশলীকে নিয়ে জল্পনায় ইতি টানলেন মমতা)